বাচ্চা নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন? টিকিট বুকিংয়ের আগে মাথায় রাখুন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো

Published on:

Published on:

IRCTC train travel with children know the rules before buying tickets
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাতাসে হালকা হালকা শীতের ভাব। ডিসেম্বরে তার ওপর রয়েছে লম্বা ছুটি। ইতিমধ্যে আপনিও পরিকল্পনা করে ফেলেছেন সেই ছুটিতে কোথায় ঘুরতে যাবেন। কারণ অধিকাংশ মানুষ শীতের সময় ঘুরতে যান। আর যাতায়াতের মাধ্যম হিসেবে সিংহভাগ মানুষ বেছে নেন ট্রেন যাত্রা (IRCTC)। তবে আপনার যদি খুঁজে সন্তান থাকে, তাহলে তার টিকিট কাটা নিয়ে আপনি চিন্তায় থাকেন। তবে আপনার সন্তানের জন্য টিকিট কাটার আগে এই সংক্রান্ত বিষয় যাবতীয় খুঁটিনাটি গুলো জেনে নিই

ট্রেনযাত্রা সন্তান-সহ? টিকিট কাটার আগে নিয়ম জেনে নিন (IRCTC)

রেলের নিয়ম অনুযায়ী, পাঁচ বছর বয়সী শিশুর ক্ষেত্রে টিকিট কাটার কোন প্রয়োজন নেই। কারণ তার জন্য আলাদা করে কোন বার্থ বরাদ্দ থাকে না। তবে পাঁচ থেকে বার বছর বয়সী শিশুদের ক্ষেত্রে টিকিট ভাড়া লাগবে (IRCTC)। তাই বুকিং এর আগে ভালোভাবে আসন বাছাই করুন। নয় তো পরে সমস্যার সৃষ্টি হতে পারে।

IRCTC train travel with children know the rules before buying tickets

আরও পড়ুন: একঘেয়ে মাছের রান্নায় ক্লান্ত? সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের ‘রুই-পোস্ত’, জানুন রেসিপি

ধরুন আপনার সন্তানের বয়স যদি ১২ বছরের উর্ধ্বে হয়, তাহলে তাকে টিকিট কাটতে হবে। পাশাপাশি আসন বাছাই করতে পারবে নিজের প্রয়োজন মতো। এছাড়া দূরপাল্লার ট্রেনের বুকিং এর ক্ষেত্রে বহু সময় জালিয়াতের সমস্যা দেখা দেয়। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের।

কিন্তু জালিয়াতের রুখতে কিছুদিন আগে তৎকালীন টিকিট বুকিং এর ব্যবস্থার ওপরে বদল নিয়ে এসেছে রেল। এখন থেকে আপনি ট্রেনের রিজার্ভেশন কাউন্টার বা আইআরসিটিসি এজেন্ট যেখান থেকেই টিকিট কাটুন না কেন, আপনাকে ওটিপি একান্তই দিতে হবে। পাশাপাশি তৎকাল টিকিট কাটার একটি নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে।

এখন থেকে প্রতিদিন সকাল দশটা থেকে তৎকাল টিকিট কাটা যাবে। পাশাপাশি এসির জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। নন এসি বুকিং এর ক্ষেত্রে বেলা ১১ঃ০০ টা থেকে আপনি টিকিট কাটতে পারবেন। আর এই নিয়মে প্রথম দশ মিনিটের জন্য বুকিং করতে পারবে এজেন্টরা।

তাছাড়া অনলাইনে টিকিট বুকিং এর ক্ষেত্রে এবার থেকে আধার কার্ড ও বাধ্যতামূলক করা হয়েছে। যার ফলে আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা যে কোন মাধ্যমে টিকেট কাটার ক্ষেত্রে ১৫ মিনিটে আধার কার্ড লাগবে। এবং নিজস্ব পরিচয় পত্র ব্যবহার করার পরেই আপনি টিকিট কাটতে পারবেন। আর এই পরিচয় পত্র ব্যবহার করানোর জন্য মনে করা হচ্ছে কিছুটা হলেও টিকিট কাটার কালো বাজারে বন্ধ করা সম্ভব হচ্ছে।