চরম বিপাকে ইরফান পাঠান! অনুরাগ কাশ্যপ-পায়েল ঘোষ মামলায় এবার নাম জড়ালো ইরফান পাঠানের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই বলিউডের চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kaps) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ (Payel Ghosh)। তারপর থেকে গোটা দেশজুড়ে শোরগোল শুরু হয়ে যায় এই ঘটনা নিয়ে। এমনকি বলিউডের অন্দেরেও এই ঘটনার ব্যাপক প্রভাব দেখা যায়।

পায়েল ঘোষ অভিযোগ করেছিলেন যে, 2015-16 সালে যখন তিনি সবেমাত্র ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন সেই সময় ওনার সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপের সঙ্গে সিনেমা তৈরির ব্যাপারে একদিন দেখা করতে যান তিনি। পরিচালক তাকে অনেকক্ষণ বসিয়ে রেখেও দেখা করেননি। বরং বলা হয়েছিল পরের দিন যেন তিনি ফের দেখা করতে আসেন।

পায়েল আরও দাবি করেন, পরের দিন তিনি পরিচালকের সঙ্গে ফের দেখা করতে গেলে অনুরাগ কাশ্যপ সেই সময় মদ্যপান করছিলেন তখন ফাঁকা ঘরে তাকে পেয়ে অশ্লীন আচরণ করেন অনুরাগ কাশ্যপ। তারপর স্যোসাল মিডিয়ায় ক্রমাগত অনুরাগ কাশ্যপকে আক্রমন করতে থাকেন পায়েল ঘোষ।

এবার এই প্রসঙ্গে নাম জড়ালো প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan)। পায়েল ঘোষ নিজেই পাঠানের প্রসঙ্গ নিয়ে এলেন। এইদিন টুইট করে পায়েল দাবি করেন, “আমি সেই দিনের সমস্ত ঘটনার কথা জানিয়েছিলাম ইরফান পাঠানকে। তখন ইরফান পাঠান আমার একজন ভালো বন্ধু হিসেবে নিজেকে দাবি করতো। কিন্তু ও কখনও এই ঘটনার প্রতিবাদ করেনি। কোনদিন আমাকে সমর্থন করেনি। তবে আশা করবো এবার হয়তো ইরফান মুখ খুলবেন এবং এই প্রসঙ্গে আমাকে সহযোগিতা করবেন।”

সম্পর্কিত খবর

X