বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে ঘটা সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) পরিপ্রেক্ষিতে গোটা দেশে ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। এর পাশাপাশি, ভারতীয় সেনাবাহিনী পহেলগাঁও-তে হামলাকারী সন্ত্রাসবাদীদের স্কেচও প্রকাশ করেছে।
এই হামলার (Pahalgam Terror Attack) সাথে রয়েছে ক্রিকেটার বাবর আজমের যোগসূত্র?
ইতিমধ্যেই এই স্কেচগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের আলোচনা হচ্ছে। এদিকে, অনেকে আবার এই স্কেচগুলিতে থাকা একজন সন্ত্রাসবাদীর ছবির সাথে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের ছবির তুলনা করছেন। এমন একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।
এই ঘটনার সত্যতা কী: এমতাবস্থায়, ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ডনের এক রিপোর্ট অনুসারে, গত ২৩ এপ্রিল, বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) একজন সন্দেহভাজনের স্কেচ সামনে আসে। সেই স্কেচ প্রত্যক্ষ করে অনেকেই জানান যে ওই ছবিটি পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে, এর কোনও সত্যতা নেই। রিপোর্ট অনুযায়ী, এই ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। কারণ, সেনাবাহিনীর প্রকাশিত আসল ছবিটি আদৌ বাবর আজমের ছবির মতো দেখাচ্ছে না।
আরও পড়ুন: পাত্তাই পাবে না পড়শি দেশ! সামরিক দিক থেকে পাকিস্তানের তুলনায় কতটা শক্তিশালী ভারত?
ফ্যাক্ট চেকিংয়ে জানা গেছে যে, পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack).সাথে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের কোনও যোগসূত্র নেই। সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সন্ত্রাসবাদীর ছবি পাকিস্তানি খেলোয়াড়ের সাথে মেলে না বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: “পহেলগাঁওয়ে আমরা হামলা করিনি”, ভারতের ভয়েই দিশেহারা অবস্থা? বিবৃতি জারি করে পাল্টি খেল TRF
পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) নিন্দা করা হচ্ছে। এর পাশাপাশি ভারতের ক্রিকেট তারকারাও এই হামলায় নিহতদের জন্য ন্যায়বিচার দাবি করেছেন। ইতিমধ্যেই বিরাট কোহলিও এই আক্রমণকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার শচিন তেন্ডুলকারও। এদিকে, মোহাম্মদ সিরাজ তাঁর পোস্টে লিখেছেন যে “কোনও কারণ, কোন বিশ্বাস, কোন আদর্শ কখনও এই ধরণের পৈশাচিক কাজকে ন্যায্যতা দিতে পারে না।” তিনি আরও বলেন, “এটা কী ধরণের লড়াই? যেখানে মানুষের জীবনের কোনও মূল্য নেই?”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: