হাসিনা সরকারের পতনের পর বদলেছে ঢাকার কৌশল, পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কেনা নিয়ে জোর জল্পনা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও সামরিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক থেকে সরে এসে ঢাকা ধীরে ধীরে ইসলামাবাদের দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত মিলছে। এই পরিবর্তিত প্রেক্ষাপটে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, পাকিস্তান ও চিনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখাতে পারে বাংলাদেশ। এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি ঘিরে ইতিমধ্যেই আঞ্চলিক মহলে জল্পনা শুরু হয়েছে।

পাকিস্তানের থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ (Bangladesh)?

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইসলামাবাদ সফরে গিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল হাসাম মাহমুদ খান। সেখানে তিনি পাকিস্তানের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সময় মাহমুদকে গার্ড অফ অনার দেওয়া হয় বলেও খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের বায়ুসেনা প্রধানের আলোচনায় জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি উঠে আসে এবং আলোচনা ছিল ইতিবাচক বলেই দাবি করেছে ‘দ্য ডন’।

আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম তেলভাণ্ডারে নজর ওয়াশিংটনের, ভেনেজ়ুয়েলা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ঘিরে বিতর্ক

সূত্রের খবর, বাংলাদেশের বায়ুসেনা প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানের বায়ুসেনার একাধিক ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনও করেছে। ২০২৫ সালে ভারতের ‘সিঁদুর অভিযান’-পরবর্তী সংঘাতের সময় পাকিস্তান যে জেএফ-১৭ যুদ্ধবিমান ব্যবহার করেছিল, সেই অভিজ্ঞতাও আলোচনায় উঠে আসে বলে জানা গিয়েছে। এই সব ঘটনার প্রেক্ষিতে মনে করা হচ্ছে, ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের সহযোগিতা আরও গভীর হতে পারে। এই সম্ভাব্য সমীকরণের উপর কড়া নজর রাখছে নয়াদিল্লিও।

উল্লেখযোগ্য ভাবে, শেখ হাসিনার আমলে বাংলাদেশ কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতাবস্থা রক্ষায় ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর সেই অবস্থানে স্পষ্ট বদল দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষকের মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিকে পাশ কাটিয়ে বাংলাদেশ এখন ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার পথে হাঁটছে।

Is Bangladesh going to buy JF-17 fighter jets from Pakistan?

আরও পড়ুন: বাজেট ২০২৬-এ চাকরিজীবীদের বড় সুখবর, বদলাতে চলেছে UPS পেনশনের নিয়ম

পাকিস্তানি সূত্র অনুযায়ী, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি প্রশিক্ষণ বিনিময়, বায়ুসেনা ঘাঁটির উন্নয়ন এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। পাকিস্তানের বায়ুসেনা প্রধান জাহির আহমেদ বাবর সিধু নাকি তাঁর দফতরকে জানিয়েছেন, বাংলাদেশের বায়ুসেনাকে প্রশিক্ষণ দেওয়া এবং দ্রুত যুদ্ধবিমান সরবরাহের ক্ষেত্রেও ইসলামাবাদ আগ্রহী। এই পরিস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।