উত্তরবঙ্গে ভাঙনের মুখে বিজেপি, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন একাধিক বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন ক্রমশ আরও জোরদার হয়ে উঠছে জন বারলার (jon Barla) পৃথক উত্তরবঙ্গের দাবি। তখনই অন্যদিকে উত্তরবঙ্গ বিজেপিতে (BJP) শুরু হয়েছে ভাঙন। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের অন্যতম বর্ষিয়ান বিজেপি নেতা গঙ্গাপ্রসাদ(Gangaprasad) যোগ দিয়েছেন তৃনমূলে। তবে পর্যবেক্ষকদের মতে শুধু গঙ্গাপ্রসাদ নয়, তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য ভিতরে ভিতরে ঘুটি সাজাচ্ছেন আরও তিন বিধায়ক। মূলত পৃথক উত্তরবঙ্গের দাবিতেই নারাজ তারা। তাই এখন রাজ্য বিজেপির সামনে বড় হয়ে দেখা দিয়েছে দুটি সমস্যা। একদিকে বারলার মানভঞ্জন, অন্যদিকে অভিমানী নেতাদের দলে ধরে রাখা।

বারলার মন্তব্য সরাসরি না সমর্থন করলেও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) জানিয়েছিলেন, এই দাবি উত্তরবঙ্গের সাধারন মানুষের, রাজ্যের প্রশাসনের প্রতি হতাশ হয়েই এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। কিন্তু সাংসদ বারলার প্রতি নরম মনোভাবাপন্ন হলেও তার দাবিকে সরাসরি সমর্থন জানাননি কেউই। যদিও ইতিমধ্যেই উত্তরবঙ্গের আরও দুজন বিধায়ক তার পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) সমর্থন না দিলেও বারলার দাবি যে মানুষের দাবি সে কথা স্বীকার করে নিয়েছেন।

   

এবার সেই সূত্র ধরেই কি উত্তরবঙ্গ বিজেপিতে শুরু হবে ভাঙন? সূত্রের খবর অনুযায়ী, অন্তত তিনজন বিধায়ক রীতিমত যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। একথা ঠিক যে উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের ঘাঁটি সেভাবে শক্ত নয়। নির্বাচনের আগেও এ নিয়ে সরাসরি আক্ষেপ করতে দেখা গিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে(Mamata Banerjee)। আর তাই বিজেপি থেকে তিনজন বিধায়ক যদি ঘাসফুল শিবিরে যোগ দেন তাহলে স্বাভাবিকভাবেই মাটি কিছুটা শক্ত হবে তৃণমূলের জন্য।

অন্যদিকে এই ব্যাপারে নজর রাখছে বিজেপিও। কোন কোন বিধায়ক যোগ দিতে পারেন সে বিষয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, আগামী দিনে এই ভাঙন ঠেকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাই এখন উত্তরবঙ্গের সমীকরণ নতুন কি মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলেরই।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর