বাংলাহান্ট ডেস্ক: ‘পিলু’ দিয়ে শুরু হয়েছিল জি বাংলায় সিরিয়াল (Serial) বন্ধের ধুম। পাঁচ পাঁচটা মেগা একটানা ঝাঁপ ফেলেছে, কিন্তু ব্যাপারটা থামছে না এখানেই। পিলুর পর একে একে বন্ধ হয়েছে লালকুঠি, এই পথ যদি না শেষ হয়। আগামীতে শেষ হচ্ছে বোধিসত্ত্বর বোধবুদ্ধি এবং উড়ন তুবড়ি। নতুন সিরিয়াল লাইন দিয়ে শুরু হওয়ার অপেক্ষায়। এর মধ্যেই খারাপ খবর এল লক্ষ্মী কাকিমার (Lokkhi Kakima Superstar) ভক্তদের জন্য।
বন্ধের তালিকায় নাম নাম রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) এরও। মোটে দশ মাস হল শুরু হয়েছে সিরিয়ালটি। এই মেগার হাত ধরেই অনেকদিন পর ছোটপর্দায় কামব্যাক করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সঙ্গে রত্না ঘোষাল, দেবশঙ্কর হালদারের মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা।
প্রথম থেকেই ভাল টিআরপি ধরে ফেলেছিল লক্ষ্মী কাকিমা। এখন যদিও নম্বর কমে অনেকটাই পিছিয়ে পড়েছে সিরিয়ালটি, তবুও অপরাজিতা, দেবশঙ্করের রসায়নই ধরে রেখেছে দর্শক। কিন্তু এর মধ্যেই ঝোড়ো বার্তা এসেছে, আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যেতে বসেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার।
ইতিমধ্যেই শেষ শুটিংয়ের তারিখও প্রকাশ্যে এসে গিয়েছে। আগামী ১৯ ডিসেম্বরই নাকি সেই দিন। উল্লূখ্য, এই দিন থেকেই রাত সাড়ে আটটার বদলে রাত দশটার স্লটে দেখা যাবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। কিন্তু সিরয়াল শেষের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা শোনা যায়নি।
প্রসঙ্গত, রাত দশটা এবং সাড়ে দশটার স্লটে বোধিসত্ত্বর বোধবুদ্ধি এবং উড়ন তুবড়ি দুটোই শেষ হয়ে যেতে বসেছে। বোধিসত্ত্বর শেষ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন। সেই স্লটে জায়গা নিচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। আর তারপরেই সাড়ে দশটায় আসছে মন দিতে চাই।