তারকা সন্তানের সঙ্গে ‘বহিরাগত’র প্রেম! ডুবে ডুবে জল খাচ্ছেন নভ‍্যা-সিদ্ধান্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এক জুটি ভাঙে তো আরেক জুটি তৈরি হয়। বেশ কয়েক মাস ধরেই জল্পনা দানা বাঁধছে নভ‍্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) ও সিদ্ধান্ত চতুর্বেদীকে (Siddhant Chaturvedi) ঘিরে। দুজনে নাকি লুকিয়ে প্রেম করছেন। একজন তারকা সন্তান। খাস অমিতাভ বচ্চনের নাতনি। অন‍্যজন নিজের যোগ‍্যতায় উঠে আসার চেষ্টায় রয়েছেন ইন্ডাস্ট্রির প্রথম সারিতে।

দুজনকে নিয়ে জল্পনা শুরু হয় বেশ কয়েক মাস আগে। তখনো ‘গহরাইয়া’র শুটিং করছেন সিদ্ধান্ত। নভ‍্যার কয়েকটি পোস্ট দেখে নেটিজেনরা তখন সন্দেহ করেছিলেন, সিদ্ধান্তের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন তিনি। এবার সম্প্রতি দুজনের আরো কিছু পোস্টে বিষয়টা আরেকটু স্পষ্ট হয়েছে।


আসলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন নভ‍্যা। কোনো একটি পাহাড়ি জায়গার রুফটপ রেস্তোরাঁয় বসে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে ছবিগ্রাহক হিসাবে ‘চাঁদ’কে কৃতিত্ব দিয়েছেন নভ‍্যা। অন‍্যদিকে ঋষিকেশ থেকে সিদ্ধান্তও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। তার মধ‍্যে একটি ভিডিওতে নভ‍্যা যেখানে বসে ছিলেন সেই জায়গাটিও দেখা গিয়েছে। সিদ্ধান্তের ছবিতে কমেন্ট করেছিলেন নভ‍্যা।

ব‍্যস, দুয়ে দুয়ে চার করা শুরু করেন নেটনাগরিকরা। জল্পনা যখন তুঙ্গে তখনি হঠাৎ করে নিজের পোস্টের ক‍্যাপশনটি এডিট করেন সিদ্ধান্ত। মুছে ফেলেন সিদ্ধান্তের পোস্টে করা কমেন্টটিও। এতে অবশ‍্য জল্পনা কমার বদলে আরো বেড়ে গিয়েছে। নেটিজেনরা এক রকম নিশ্চিত, বলিউডের নতুন জুটি সিদ্ধান্ত ও নভ‍্যা।

প্রসঙ্গত, ২০২০ সালে নিউ ইয়র্কের ফোর্ডহ‍্যাম বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হয়েছেন নভ‍্যা। অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো বলিউডে আসার ইচ্ছা নেই তাঁর। বরং বাবা নিখিল নন্দার ব‍্যবসায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন‍্যদিকে শেষবার ‘গহরাইয়া’তে দেখা গিয়েছিল সিদ্ধান্তকে। আগামীতে ক‍্যাটরিনা কাইফের সঙ্গে ‘ফোন ভূত’ ও অনন‍্যা পাণ্ডের সঙ্গে ‘খো গয়ে হাম কাহাঁ’ ছবিতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে।

সম্পর্কিত খবর

X