রাজনীতির ময়দানে পা, বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ওয়ানে’র মুখ? নিজেই জানালেন রচনা

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী থেকে নেত্রী! সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের (TMC) টিকিটে লড়বেন তিনি। হুগলি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। বিপক্ষে রচনার একদা সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। গতবারের বিজয়ী সাংসদ লকেটের বিরুদ্ধে রচনার লড়াইটা সহজ হবে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

শীঘ্রই কোমর বেঁধে নির্বাচনী (Lok Sabha Election 2024) প্রচারে নেমে পড়তে দেখা যাবে ‘দিদি নম্বর ওয়ান’কে (Didi No 1)। রাজনীতির কাজে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। তাই স্বাভাবিকভাবেই বেশ চিন্তায় পড়েছেন রচনার ভক্তরা! অভিনেত্রীর ব্যস্ততার কারণে কি বদলে যাবে ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকার মুখ? উঁকি দিয়েছে এই প্রশ্ন। এবার এই বিষয়ে মুখ খুললেন রচনা নিজে।

বাংলা টেলিভিশনের বহুল জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘দিদি নম্বর ওয়ান। বহু বছর ধরে এই শোয়ের অংশ রচনা বন্দ্যোপাধ্যায়। জি বাংলার (Zee Bangla) ‘দিদি নম্বর ওয়ানে’র হাত ধরেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। রোজ বিকেল হলেই রচনাকে দেখতে টিভির সামনে বসে পড়েন মা-কাকিমারা।

আরও পড়ুনঃ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার…! SSC দুর্নীতিতে এই রায় দিতে পারে কলকাতা হাই কোর্ট

‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকা হিসেবে রচনাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারেন না সিংহভাগ দর্শক। এবার সেই রচনাই পা রেখেছেন রাজনীতির ময়দানে। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝে তিনি কি সঞ্চালনার জন্য সময় বের করতে পারবেন? অভিনেত্রীর ব্যস্ততার কারণে বদলে যাবে না তো ‘দিদি নম্বর ওয়ানে’র মুখ? এবার এই প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল (Trinamool Cngress) নেত্রী নিজেই।

rachana banerjee didi no 1

রচনা স্পষ্ট বলেন, ‘দিদি নম্বর ওয়ান’ চলবে। তবে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন হুগলির (Hooghly Lok Sabha Constituency) তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, ‘দিদি নম্বর চলবে। তবে একটু ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতি মানে প্রচারের ফাঁকে ফাঁকে এসে আমাকে রাতে শ্যুটিং করতে হবে’। রচনার কথা থেকেই পরিষ্কার তিনি ‘দিদি নম্বর ওয়ান’ ছাড়ছেন না। ব্যস্ততার ফাঁকেও ঠিক সময় বের করে শ্যুটিং করবেন তিনি। অভিনেত্রীর এই মন্তব্যের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর ভক্তরাও।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর