বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি গতবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ‘চেলসি’ ফুটবল ক্লাবের একটি ফেসবুক পোস্ট বিভ্রান্তি ছড়িয়েছিল বাংলার এবং ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে। অনেকেই মনে করেছিল যে আসন্ন অক্টোবর মাসে সত্যিই ভারতের মাটিতে পা রাখতে চলেছে মেসন মাউন্ট, থিয়াগো সিলভা, ন’গোলো কান্তের মতো প্রতিভাবান ও অভিজ্ঞ ফুটবল প্লেয়ার সমৃদ্ধ চেলসি। বেশ কয়েকটি নামি বাংলা সংবাদ মাধ্যমও বিনা বিচারে এই খবরের সত্যতা যাচাই না করেই পাঠকের কাছে পরিবেশন করতে থাকে।
কিন্তু অক্টোবর মাসের যে সময়ে চেলসির ভারতে আসার কথা বলা হচ্ছে, সেই সময় চরমে থাকবে ইপিএলের লড়াই। ম্যাচ থাকবে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। পরের মাসেই অর্থাৎ নভেম্বরেই শুরু হবে বিশ্বকাপ। সেইরকম সংবেদনশীল সময়ে ফ্রেন্ডলি ট্যুর কেন করবে ইপিএলের নামজাদা ক্লাবটি। নীচে চেলসির অফিসিয়াল পেজ থেকে করা পোস্টটি তুলে ধরা হলো……
যে কেউ যদি ওই পোস্টটি একটু খুঁটিয়ে লক্ষ্য করে তাহলেই বুঝতে পারবে সে চেলসির পেজ থেকে বলা হয়েছে যে গত বছরে অক্টোবরে প্রাচ্যের ফুটবলপ্রেমীরা এই ম্যাচগুলির মজা নিয়েছিলেন। আপনি যদি প্রত্যেকটি ছবির ম্যাচ ডে চেক করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে গতবছর অর্থাৎ ২০২১-এ ওই দিনগুলিতে চেলসি ফুটবল ক্লাব ওই প্রতিপক্ষদের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল এবং সেই উপলক্ষে সম্ভবত কিছু ভার্চুয়াল ফ্যান ইভেন্ট আয়োজিত হয়েছিল পোস্টে উল্লেখিত শহরগুলিতে। এই ব্যাপারটাই কেউ লক্ষ্য না করে পাঠকদের সামনে ভুয়ো খবর পরিবেশন করতে শুরু করে যে ২রা অক্টোবর এবং ১৬ই অক্টোবর কলকাতার মাটিতে ম্যাচ খেলবে ব্লুজ-রা।
গত মরশুমটা খুব একটা ভালো কাটেনি চেলসির। প্রাপ্তি বলতে শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ। এফ এ কাপের ফাইনালে লিভারপুলের কাছে হেরে যায় তারা। চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ লিগ জয়ী রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় তারা। ইপিএলে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের থেকে অনেক পয়েন্টে পিছিয়ে ৩ নম্বরে লিগ শেষ করে তারা। মাঝে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের জন্য ক্লাবের দায়িত্ব ছাড়তে বাধ্য হন চেলসির প্রাক্তন রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। নতুন করে ক্লাবটির মালিকানা নিয়েছেন আমেরিকান ধনকুবের টড বয়েহলি।