মুম্বইতে ‘গ্যাংস্টার’ আতঙ্ক, ‘নিরাপদ’ আশ্রয় খুঁজতে দেশ ছাড়ছেন সইফ-করিনা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মুম্বইতে পরপর হুমকি, হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারকারা। লাগাতার হুমকি পেয়ে চলেছেন সলমন খান। সম্প্রতি অভিনেতা অভিনব শুক্লা এবং এনসিপি নেতা তথা প্রয়াত বাবা সিদ্দিকী পুত্র জিশান সিদ্দিকীও পেয়েছেন হুমকি। মাস কয়েক আগে নিজের বাসভবনেই ছুরিকাহত হয়েছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। এমতাবস্থায় এবার শোনা গেল, বাড়ি বদল করতে চলেছেন সইফ এবং করিনা।

নিজের বাড়িতেই আহত হন সইফ (Saif Ali Khan)

সইফের বান্দ্রার বাড়িতে দুষ্কৃতী হানায় তটস্থ হয়ে উঠেছিল গোটা মুম্বই। জানা গিয়েছিল, মূলত চুরির উদ্দেশ্য নিয়েই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। বাধা পেয়ে সইফকেই (Saif Ali Khan) ছুরি মেরে বসে সে। হাসপাতালে কিছুদিন কাটিয়ে সে যাত্রা সুস্থ হয়ে ফিরেছিলেন নবাব। তবে তখনই শোনা গিয়েছিল, তাঁরা নাকি বাড়ি বদলাতে চলেছেন। যদিও তখন তেমনটা করেননি তাঁরা। তবে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল।

Is saif ali khan kareena leaving india

কোথায় চললেন সইফ করিনা: এবার শোনা গেল, নিরাপদ জায়গার খোঁজে নাকি দেশ ছাড়তে চলেছেন খান দম্পতি। জানা গিয়েছে, কাতারের রাজধানী দোহার সেন্ট রেগিস মারসা আরাবিয়া দ্বীপে নাকি একটি বাড়ি কিনেছেন সইফ (Saif Ali Khan)। এক সাক্ষাৎকারে এ খবরে শিলমোহরও দিয়েছেন তিনি। অভিনেতা জানান, তিনি এমন একটা জায়গায় বাড়ি খুঁজছিলেন যা ভারত থেকে বেশি দূরে হবে না। তবে শান্তিপূর্ণ, নিরাপদ হবে।

আরও পড়ুন : ‘রাগের বশে…’, ব্রাহ্মণদের উপরে ‘প্রস্রাব করা’ মন্তব্যের জন্য মাথা নোয়ালেন অনুরাগ

নতুন বাড়ি নিয়ে মুখ খুললেন অভিনেতা: নিজের নতুন বাড়ি নিয়ে অভিনেতা বলেন, ওখানে বাড়ি কেনার আগে কয়েকটি বিষয় তাঁর মাথায় ছিল। যার মধ্যে অন্যতম হল, জায়গাটা যেন নিরাপদ হয়। সেই শর্ত পূরণ হয়েছে। ওখানে তাঁর সুরক্ষিত মনে হয়েছে বলে জানান সইফ (Saif Ali Khan)। একটি দ্বীপের মধ্যেই আরেকটি দ্বীপ বানিয়ে থাকার ভাবনাটা পছন্দ হয়েছিল তাঁর। ওখানকার জীবনযাত্রার মধ্যে একটা নিশ্চিন্ত ভাব রয়েছে বলে জানান সইফ।

আরো পড়ুন : ২৪ ঘন্টা পার! আচার্য ভবন ঘেরাও করে রাস্তায় বসে শিক্ষকরা, মীনাক্ষী যেতেই উঠল “গো ব্যাক” স্লোগান

প্রসঙ্গত, সইফের বাড়িতে হামলায় শোরগোল পড়েছিল মুম্বইতে। শোনা গিয়েছিল, ছোট ছেলে জেহকে বাঁচাতে গিয়েই নাকি আহত হন অভিনেতা। তাঁর পিঠে ছুরির কিছুটা অংশ গেঁথে গিয়েছিল। ওই অবস্থাতেই অটোতে চেপে হাসপাতালে যান সইফ। তবে চিকিৎসার পর বর্তমানে সুস্থ আছেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X