বিজেপি ছাড়ছেন শান্তনু ঠাকুর? রুদ্ধদ্বার বৈঠক রয়েছে আজ সন্ধ্যে ৭ টায়

বাংলাহান্ট ডেস্কঃ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ রুদ্ধদ্বার বৈঠক করতে চলেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (shantanu thakur)। বিজেপির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর তাঁকে নিয়ে যে জল্পনার পারদ চড়তে শুরু করেছিল, এই খবর পাওয়ার পর সেই জল্পনার পারদ আরও বেশকিছুটা বেড়ে গেল। এই ঘটনার ফলে শান্তনু ঠাকুরের বিজেপি ছাড়ার জল্পনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যে ৭ টায় এই বৈঠক হতে চলেছে। সেখানে উপস্থিত থাকতে পারেন শান্তনু ঠাকুরের অনুগামী বিধায়কেরা ও মতুয়ারা। সেইসঙ্গে ডাক পেয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকারও। জানা গিয়েছে, গতকাল রাতেই নাকি শান্তনু ঠাকুর তাঁকে ফোন করে এই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।

Shantanu Thakur

এবিষয়ে অসীম সরকার বলেন, শান্তনু ঠাকুরের বিজেপির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার বিষয়ে যেমন তিনি কিছু জানেন না, তেমনই বৈঠকে আগত ব্যক্তিদের বিষয়েও তিনি কিছুই জানেন না। উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে যারা ভাবেন না, যাদের তাঁরা তাড়ানোর চেষ্টা করে, তাঁদের সঙ্গে আমি নেই’।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সদ্য গঠিত বিজেপির রাজ্য কমিটিতে মতুয়া-প্রতিনিধিদের সেভাবে জায়গা দেওয়া হয়নি বলে ৫ বিধায়ক বিজেপির হোয়াটস অ্যাপ ছেড়ে দিয়েছিলেন। আবার দীর্ঘ ৫ বছর ধরে বিজেপি-র অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক থাকার পর বিজেপির প্রকাশিত তালিকায় সায়ন্তন বসুর নাম না থাকায় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান সায়ন্তন বসু।

এবার এই ক্ষোভ দেখা গেল শান্তনু ঠাকুরের মধ্যেও। সূত্রের খবর, সোমবারই বিজেপির সমস্ত অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান এই কেন্দ্রীয় মন্ত্রী। নিজের এই কাজের কথা স্বীকার করলেও, ‘অভিমান’র কারণ অবশ্য স্পষ্ট ভাবে কিছু বলেননি তিনি। তবে তাঁর বক্তব্য, ‘সময়মত জানাবো গ্রুপ ছাড়ার কারণ। বিজেপিতে আমরা নিষ্প্রয়োজন বলে মনে হওয়াতেই গ্রুপ ছেড়েছি’।

Smita Hari

সম্পর্কিত খবর