বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটারও রিঙ্কু সিং (Rinku Singh) সম্পর্কে এবার একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। আকাশ চোপড়ার মতে, রিঙ্কু সিংকে ব্যাটিং অর্ডারে ষষ্ঠ স্থানে পাঠিয়ে সঠিক কাজ করা হচ্ছে না। তিনি বলেন, রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে উঁচুতে পাঠাতে হবে। যাতে তিনি সর্বোচ্চ রান করার সুযোগ পান।
রিঙ্কু সিংয়ের (Rinku Singh) প্রতি হচ্ছে অবিচার?
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা প্রথম T20 ম্যাচেও রিঙ্কু সিংকে (Rinku Singh) ব্যাটিং তালিকায় অনেকটা নিচে ব্যাট করতে পাঠানো হয়েছিল। ফলে তিনি মাত্র ১১ রান করতে পারেন। এদিকে, সাম্প্রতিক T20 ম্যাচগুলিতেও রিঙ্কু ব্যাটিংয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি। তিনি তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত প্রায় ৫০০ রান করেছেন।
Suryakumar Yadav, Hardik Pandya, and Rinku Singh were literally me when Samson scored his century. pic.twitter.com/gJyPhVHggS
— Chinmay Shah (@chinmayshah28) November 8, 2024
রিঙ্কুকে লোয়ার অর্ডারে ব্যাট করতে পাঠানোয় ক্ষুব্ধ আকাশ চোপড়া: উল্লেখ্য যে, আকাশ চোপড়া বিশ্বাস করেন রিঙ্কু সিংকে (Rinku Singh) ব্যাটিং অর্ডারে আরও উঁচুতে পাঠানো উচিত। তাঁর ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময়ে আকাশ বলেন, “আমরা কি রিঙ্কু সিংয়ের সাথে ঠিক করছি? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করছি? তাঁকে দলে রাখা হয়েছে এবং তিনি পছন্দের খেলোয়াড়। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে এবং তার আগেও রিঙ্কু দলের সঙ্গে ছিলেন।”
আরও পড়ুন: ফের কড়া অ্যাকশন! এবার এই ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ RBI-র, আপনার অ্যাকাউন্ট নেই তো?
আকাশ জানান, “যখনই তাঁকে ব্যাট করতে পাঠানো হয়েছে বা পাওয়ারপ্লেতে ব্যাট করার সুযোগ পেয়েছেন, তিনি সবসময় রান করেছেন। প্রায় সবসময়ই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। রিঙ্কু (Rinku Singh) সবসময় বিপদে পাশে দাঁড়িয়েছেন। চমৎকার স্ট্রাইক রেটে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।”
আরও পড়ুন: ২৫ বছরের মধ্যেই হু হু করে এগোবে ভারতের অর্থনীতি! GDP পৌঁছবে ২,৯৫,৩৪,১০,২৫,০০,০০,০০০ টাকায়
আকাশের মতে, “এবার সুযোগ রয়েছে। তবুও, কেন তাঁকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হল না? রিঙ্কু সিংকে (Rinku Singh) লোয়ার অর্ডারে ষষ্ঠ স্থানে পাঠানোর কারণ কি? আমি এই প্রশ্নটি করছি কারণ রিঙ্কু সিং ম্যাচ শেষ করতে পারেন। তিনি শুধু একজন ফিনিশার নন। তিনি শুধু হার্দিক পান্ডিয়া এবং আন্দ্রে রাসেলের মতো বল হিট করেন না।”