বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের প্রদর্শন যে দল নির্বাচনে প্রভাব ফেলে একথা কারোরই অজানা নয়। রবীচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপের দলে সুযোগ দেবার পরেও এ কথাই উল্লেখ করেছিলেন নির্বাচকরা। অনেক ভারতীয় খেলোয়াড়ই রয়েছেন যারা জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফিরে আসার জন্য আইপিএলে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে থাকেন। কিন্তু এমনও একজন খেলোয়াড় রয়েছেন, যিনি জাতীয় দল থেকে তো আগেই বাদ পড়েছেন এবার সম্ভবত তার আইপিএল কেরিয়ারও শেষের মুখে।
এই অভিজ্ঞ খেলোয়াড়ের নাম কেদার যাদব, কার্যত ডানহাতি অফস্পিনার এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে গত বছরের পর থেকে তাকে আর জাতীয় দলে খেলতে দেখা যায়নি। গত বছর ফেব্রুয়ারি মাসের টিম ইন্ডিয়ার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন কেদার। এরপর সিএসকের হয়েও খারাপ পারফরম্যান্সের জেরে ধোনির আইপিএল দল থেকেও বাদ পড়ে যান তিনি।
যদিও তাকে বড় সুযোগ দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতেও কার্যত ব্যর্থ হলেন এই ডানহাতি ব্যাটসম্যান। লিটিল অর্ডারে নির্ভরতা বাড়ানোর জন্যই তাকে দলে টেনেছিল হায়দ্রাবাদ। কিন্তু লাগাতার এই খারাপ ফর্মের জেরে দলকে আরও চাপেই ফেলে দিয়েছেন তিনি। যার জেরে এবার তাকে দল থেকে বাদ দিল হায়দ্রাবাদও। এর সাথে সাথে তার কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত উল্লেখ্য এবার আইপিএলে হায়দ্রাবাদের অবস্থাও যথেষ্ট খারাপ। ইতিমধ্যেই ১০ ম্যাচের আটটিতেই হারের ফলে প্লে অফসে পৌঁছানোর সুযোগও হারিয়ে ফেলেছে তারা। তার ওপর কেদার যাদবের অফ ফর্ম স্বাভাবিকভাবেই আরও চিন্তায় রাখবে সানরাইজার্স হায়দ্রাবাদকে।