TRP টপারের আসন টলমল, ৩ বছর পর জি-এর মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা? গুঞ্জন ছড়াতেই ফাটল বোমা!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : হাতে গোনা কয়েকটি বাদ দিয়ে সবই নতুন সিরিয়াল (Serial) এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। তার মধ্যে অধিকাংশ ধারাবাহিকেরই টিআরপি বেশ ভালো। নতুন পুরনো মিলিয়ে প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় বেশ ভালোই রমরমা থাকে জি বাংলার। এবার এই চ্যানেলেরই একটি জনপ্রিয় সিরিয়াল (Serial) নিয়ে এল বড় আপডেট।

জি বাংলার সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী?

মাস কয়েক হল শুরু হয়েছে সিরিয়ালটি (Serial)। কিন্তু ভিন্ন ধরণের গল্পের জোরে ইতিমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকের (Serial) থেকে এগিয়েও থাকে সিরিয়ালটি। কথা হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’কে নিয়ে। খুব কম সময়েই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে সিরিয়ালটি (Serial)। এবার জোর গুঞ্জন, এই ধারাবাহিকেই নাকি পা রাখতে চলেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী।

Is this actress returning to zee bangla serial

কোন সিরিয়াল নিয়ে জল্পনা: বড়পর্দা তথা ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কেরিয়ারে বহু সুপারহিট সিরিয়ালে (Serial) অভিনয় করেছেন তিনি। তবে বেশ অনেকদিন হয়ে গেল কোনও ধারাবাহিকে দেখা যায় না তাঁকে। বর্তমানে জি বাংলাতেই ‘রান্নাঘর’ এর সঞ্চালনা করছেন তিনি। তবে হঠাৎ করেই গুঞ্জন ছড়িয়েছে, ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে (Serial) নাকি এন্ট্রি নিতে চলেছেন কনীনিকা।

আরও পড়ুন : আগেও এসেছিল সতর্কবার্তা, এয়ার ইন্ডিয়ার ‘গাফিলতি’তেই এত বড় দুর্ঘটনা? জ্বালানি সুইচ নিয়ে বিষ্ফোরক মার্কিন সংস্থা

কী বললেন অভিনেত্রী: কানাঘুষো শোনা যাচ্ছে, ধারাবাহিকে (Serial) নায়ক আর্য সিংহ রায়ের মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বর্তমানে আর্যর মা হিসেবে দেখা যাচ্ছে রাজলক্ষ্মী সিংহ রায়কে। কিন্তু তিনি নাকি আর্যর আসল মা নন। এবার তার আসল মায়ের চরিত্রেই নাকি দেখা মিলবে কনীনিকার। গুঞ্জন কি সত্যি?

আরও পড়ুন : কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বিরাট চমক, ধর্মীয় গোঁড়ামিকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রামায়ণ’ মঞ্চস্থ পাকিস্তানে

সংবাদ মাধ্যমের কাছে অবশ্য জল্পনা উড়িয়েই দিয়েছেন কনীনিকা। তাঁর স্পষ্ট কথা, এখন সিরিয়ালে ফেরার কোনও পরিকল্পনাই নেই। জিতুর মায়ের চরিত্রে তাঁকে মানাবেও না। এমন গুঞ্জন কে ছড়ায় তাও তাঁর জানা নেই বলে মন্তব্য করেন কনীনিকা।