বাংলাহান্ট ডেস্ক : নয়াদিল্লির সঙ্গে রসায়ন বদলাচ্ছে বেজিংয়ের। এই আবহেই একটি প্রশ্ন বড় আকারে দেখা দিয়েছে, আবার কি তবে চিনা অ্যাপ ‘টিকটক’ ফিরতে চলেছে ভারতে (India)? চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মোড় বদলানোর সঙ্গে সঙ্গেই কি নিষেধাজ্ঞাও উঠে যাবে চিনা অ্যাপের উপর থেকে? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার এই প্রশ্নের জবাব দিলেন তথ্য ও সম্প্রচার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
টিকটকের ফেরার জল্পনা নিয়ে জবাব কেন্দ্রীয় (India) মন্ত্রীর
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ খোলেন টিকটকের (TikTok) ফেরার জল্পনা নিয়ে। তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে সরকারের মধ্যে কোনও আলোচনাও হয়নি। কোনও মহল থেকেই এ ধরণের কোনও প্রস্তাব আসেনি। সম্প্রতি এ বিষয়ে গুঞ্জন ছড়ায় টিকটকের মূল সংস্থা ByteDance। ভারতে (India) ফেরার সম্ভাবনা নিয়ে নানান গুজব ছড়াতে দেখা যাচ্ছিল এই সংস্থাকে।
টিকটক নিয়ে গুঞ্জন তুঙ্গে: উপরন্তু গত অগাস্ট মাসে টিকটকের ওয়েবসাইটের স্বল্প সময়ের জন্য ভারতে (India) কিছু মোবাইল এবং ব্রডব্যান্ড নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়া যায়। যদিও তা প্রযুক্তিগত ত্রুটি ছিল, কিন্তু তার জেরেই গুঞ্জন তীব্র হয়ে ওঠে, ভারতে (India) সম্ভবত আবারও ফিরে আসছে টিকটক। কিন্তু এবার এই সমস্ত জল্পনা, গুজবের নিস্পত্তি ঘটালেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন : ক্রেতাদের বড় স্বস্তি দিয়ে পুজোর মুখে সস্তা সোনা, সোমবার একধাক্কায় কমল দাম, কত করে চলছে দর?
৫ বছর আগে নিষিদ্ধ হয় অ্যাপ: ২০২০ সালের জুন মাসে জাতীয় নিরাপত্তা এবং তথ্য গোপনীয়তার ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করে মোট ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। ২০২১ সালে এই নিষেধাজ্ঞা স্থায়ী হয়। সে সময়ে ভারতে (India) প্রায় ২০ কোটি মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করতেন।
আরও পড়ুন : সদ্য সেরেছেন ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং, বাড়িতে টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক জনপ্রিয় অভিনেত্রীর!
চিনা বিনিয়োগকারীরা আবার কি ভারতের প্রযুক্তিগত ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠবে? এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তা ঘটনাপ্রবাহ অনুযায়ী দেখা যাবে। সবার সঙ্গে স্বচ্ছভাবে পরিকল্পনা ভাগ করে নেওয়া হবে।