মাস্টারস্ট্রোক! প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার লড়বেন এই প্রতিবাদী চাকরিপ্রার্থী

বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন। চাকরিপ্রার্থীদের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে বিচারপতির আসন ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন তিনি। তমলুক আসন থেকে তাঁকে দাঁড় করিয়েছে বিজেপি। এবার অভিজিতের বিরুদ্ধেই এক প্রতিবাদী চাকরিপ্রার্থীকে টিকিট দিল আইএসএফ (ISF)।

শনিবার রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এর মধ্যে অন্যতম হল তমলুক। হাইভোল্টেজ এই আসন থেকে দাঁড় করানো হয়েছে চাকরিপ্রার্থী মাহিউদ্দিন আহমেদ (Mahiuddin Ahmed) ওরফে মাহিকে। চাকরিপ্রার্থীদের ‘মসিহা’র বিরুদ্ধে এক চাকরিপ্রার্থীর লড়াই জমে যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।

চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মাহিউদ্দিন। ধর্মতলার এসএসসি ধর্নামঞ্চের সভাপতিও ছিলেন তিনি। ২০১৬ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেন। এবার তিনিই নেমে পড়েছেন ভোট ময়দানে। জয়ী হলে সংসদে বঞ্চিতদের কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ অর্জুন ম্যাজিক! BJP-তে যোগ দিলেন হেভিওয়েট তৃণমূল নেতার বউ, ভোটের আগেই ধস জোড়াফুলে

তমলুকের পাশাপাশি কৃষ্ণনগর, বনগাঁ এবং জঙ্গিপুরের প্রার্থীর নামও ঘোষণা করেছে আইএসএফ। কৃষ্ণনগর থেকে টিকিট দেওয়া হয়েছে আফরোজা খাতুন (মণ্ডল)-কে। বনগাঁয় দাঁড়িয়েছেন দীপক মজুমদার এবং জঙ্গিপুর থেকে লড়ছেন শাহজাহান বিশ্বাস। তবে আইএসএফ সবচেয়ে বড় চমক যে তমলুকে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

আসলে বিচারপতির আসন ছেড়ে অভিজিৎ রাজনীতির ময়দানে নামায় অনেক চাকরিপ্রার্থীই খানিক আশাহত হয়েছিলেন। সেই আবেগটাকেই আইএসএফ হাতিয়ার করতে চাইছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেই কারণে অভিজিতের বিরুদ্ধে চাকরিপ্রার্থীকে মাহিউদ্দিনকে টিকিট দেওয়া হয়েছে। এছাড়া তথ্য বলছে নিয়োগ দুর্নীতির ফলে ভুক্তভোগীর সংখ্যা পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি। তাই এই একটা কারণও থাকতে পারে।

abhijit job

অন্যদিকে তৃণমূলের তরফ থেকে ‘অধিকারী গড়’ তমলুকে দাঁড় করানো হয়েছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে। ভোট ময়দানে অভিজিৎ বনাম দেবাংশুর লড়াই আগেই জমে উঠেছিল। এবার মাহিউদ্দিন দাঁড়ানোয় তমলুকে ত্রিমুখী লড়াই জমে উঠবে বলে অনুমান।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর