ভাঙড়ের পরিস্থিতি ভাল না! নওশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে, বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে দিকে দিকে অশান্তির খবর। আর অন্য সমস্ত জায়গার অশান্তি রীতিমতো ছাপিয়ে গিয়েছে ভাঙ্গড় (Bhangar)। এই আবহে কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। অবশেষে তার আর্জি মঞ্জুর করল আদালত। ভাঙড়ের পরিস্থিতি ভাল না, সুরক্ষার স্বার্থে নওসাদকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। আজ সাফ নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, ভাঙ্গড়ের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কাছে জ়েড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা চেয়ে সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। আজ হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি ওঠে। সেই শুনানিতেই নওশাদের আর্জি মঞ্জুর করলেন বিচারপতি।

মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের অনেক বিধায়কই আলাদা ভাবে নিরাপত্তা পেয়ে থাকেন। পঞ্চায়েত ভোটের আবহে ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত। তাই সেখানকার বিধায়ক হিসাবে নওশাদকে নিরাপত্তা দেওয়া জরুরি। আর কেন্দ্রীয় সরকারকেই তার নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।

তবে বিধায়ককে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে, তা নির্দিষ্ট করেনি আদালতে। কেন্দ্র সেই সিদ্ধান্ত নেবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানিতে কেন্দ্রের তরফে হাই কোর্টে রিপোর্ট পাঠানো হবে। নওশাদের জন্য কেন্দ্র কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবে সেই বিষয়ে নির্দিষ্ট ভাবে জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্বে নিরাপত্তা চেয়ে রাজ্যের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও। তবে কোনও সাড়া মেলেনি। এরপরেই আদালতে ছোটেন নওশাদ। অন্যদিকে, ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে মমতার সরকার।

nawsad

ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছে ভাঙ্গড়। মনোনয়ন পর্বের শেষ দিন তিন জনের খুনের ঘটনা ঘটেছিল সেখানে। এরপরেই প্রানহানির আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন নওশাদ। আজ সেই মামলার শুনানিতে অবশেষে বিধায়কের আর্জি মঞ্জুর করল হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর