বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আজ নিউজিল্যান্ড সফরের তৃতীয় টি-টোয়েন্টিটি খেলতে নেপিয়ারের ম্যাকলেন পার্কে মাঠে নেমেছে। ভারতীয় দলে আজও বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। উমরান মালিক বা শুভমান গিলরা সুযোগ পাননি একাদশে। টসে যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউয়ি অধিনায়ক হওয়া তারকা পেসার টিম সাউদি।
এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদবও এই ম্যাচে সুযোগ পেয়েছেন। রান তাড়া করে জয়ের ক্ষেত্রে তাকে বড় ভূমিকা নিতে হবে ভারতীয় দলের হয়ে। মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে দলের জয় বড় ভূমিকা রেখেছিলেন সূর্যকুমার। তার ব্যাটিং দেখে বিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনও আশ্চর্য হয়ে মন্তব্য করেছিলেন যে তিনি এমন কিছু শট খেলেছেন যা তারা কখনও দেখেননি বা খেলার কথা কল্পনাও করতে পারেন না।
তৃতীয় ম্যাচটি শুরু হওয়ার আগে সূর্য কুমার যাদবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার ভারতীয় দল ও মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থ ঈশান কিষান। দুজনে মোটামুটি একই সময় ভারতীয় দলের সুযোগ পেয়েছিলেন। একসময় সূর্যকুমারের চেয়ে বেশি সুযোগ পেতেন ঈশান। কিন্তু ভারতীয় দলে এখনও নিজের জায়গা পাকা করে ফেলতে পারেননি তিনি।
উল্টে গত এক বছরে সূর্যকুমার যাদুক যেটুকু সুযোগ পেয়েছেন তাতেই এমন পারফরম্যান্স করেছেন যে তিনি এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। এই নিয়ে অবশ্য ক্ষোভ নেই ঈশান কিষানের মনে। বরং নিজের সতীর্থকে আজকে তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
স্কাই এর সম্পর্কে কথা বলতে কি ঈশান বলেছেন, “আমি সবসময়ই সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যাটিং করতে চাই। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে ওর ব্যাটিং দেখলে মনে হয় ব্যাটিং করা কত সহজ। আমাদের মত তরুণ ক্রিকেটারদের তার কাছ থেকে অনেক কিছু শেখার মতন রয়েছে। তার ব্যাটিং ম্যাচের আগে তার পরিশ্রম নিজেকে তৈরি রাখার গুণগুলি সকলকে কাছেই খুব অনুপ্রেরণার হতে পারে। আমরাও চাই তার মত ব্যাটিং করতে তবে সেটা খুবই কঠিন ব্যাপার।”