IPL-এ প্রথম ম্যাচে নেমেই ৯৯ রানের মারকাটারী ইনিংস তরুণ ভারতীয়, কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটপ্রেমীরা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে 202 রানের পাহাড় সমান টার্গেট খাড়া করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি ব্যর্থ হলেও অ্যারন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্স, দেবদত্ত পাডিকেলের ব্যাটে ভর করে 200 রানের গন্ডি পার করে আরসিবি।

বেঙ্গালুরু দেওয়া বড় রান চেজ করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মার 8 রান এবং সূর্য কুমার যাদবের শূন্য রানে ফিরে যাওয়ার পরেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই সময় দলের দায়িত্ব নিজের কাধে তুলে নেন এবার আইপিএলে প্রথম ম্যাচ খেলা ঈশান কিশান। দায়িত্ব নিয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

images 4 47

এইদিন প্রথম একাদশে থাকার কথা ছিল না ঈশান কিশানের। প্রথম একাদশে খেলার কথা ছিল সৌরভ তেওয়ারির কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে সৌরভ তেওয়ারি পুরোপুরি ফিট না হওয়ায় সুযোগ এসে যায় ঈশান কিশানের কাছে। আর এই সুযোগ ভালোভাবে কাজে লাগালেন তিনি। এবার আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নেন মাত্র 58 বলে 99 রানে ইনিংস খেললেন ঈশান কিশান। মারেন ছ’টি বিশাল বিশাল ছক্কা। তবে ম্যাচের একেবারে শেষ লগ্নে উদানার বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ঈশান কিশান। সেঞ্চুরির একেবারে সামনে গিয়েও সেঞ্চুরি করা হল না তার। নিজের ওপর রাগে হতাশায় শূন্যে ব্যাট ছুড়তেও দেখা গেল তাকে। সুপার ওভারের ম্যাচ জিতে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এইদিন মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হারলেও ঈশান কিশানের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স মন জিতে নিয়েছে কোটি কোটি ক্রিকেটভক্তদের।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর