বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। চোটের কারণে রোহিত শর্মার অনুপস্থিতিতে আজ লোকেশ রাহুলের নেতৃত্বে মাঠে নেমেছিল ভারতীয় দল। যদিও টসে জিতে যায় বাংলাদেশ এবং তারা ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠায়। আজ রোহিত শর্মা না থাকায় দলে সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি উইকেটরক্ষক ওপেনার ঈশান কিষান। আর সুযোগ পেয়েই নিজের যোগ্যতার বিরাট বড় প্রমাণ দিলেন তিনি।
আজ ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই খোয়াতে হয়েছিল ভারতকে। কিন্তু তারপর থেকেই মার মুখে ব্যাটিং করতে শুরু করেন বিরাট কোহলি এবং ঈশান কিষান। মাত্র ২৩ ওভারের মধ্যেই নিজের শতরান সম্পন্ন করে ফেলেছিলেন ঈশান। কিন্তু তখনও সকলে জানতেন না যে এরপর কি অপেক্ষা করছে।
এরপর মারমুখী ভঙ্গিতে ব্যাটিং করে ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে ওডিআই ক্রিকেটে দ্বিশতরানের মুখ দেখেন তিনি। মাত্র ১২৬ বলে তিনি নিজের দ্বিশতরান সম্পূর্ণ করেন। ২৪ বছর বয়সী ক্রিকেটার আজ সপ্তম ক্রিকেটের হিসেবে আন্তর্জাতিক একদিনের ম্যাচে দ্বিশতরান করার গৌরব ছুঁয়েছেন। শেষপর্যন্ত ১৩১ বলে ২১০ রান করে আউট হয়েছেন তিনি। মেরেছেন ২৪টি চার ও ১০টি ছক্কা।
তাকে যোগ্য সঙ্গ দিয়ে শতরান করেছেন বিরাট কোহলিও। প্রতিবেদনটি লেখার সময় তিনি ৮৯ বল খেলে ১১২ রানে অপরাজিত রয়েছেন। রোহিত শর্মা সুস্থ থাকলে হয়তো গোটা সিরিজে মাঠের নামারই সুযোগ পেতেন না ঈশান। কিন্তু ভাগ্য যখন তাকে সুযোগ দিয়েছে তখন দু হাতে সেই সুযোগের সৎ ব্যবহার করেছেন তিনি।