গোয়াকে টেক্কা দিয়ে আইএসএল ফাইনাল হতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

যে বছর থেকে আইএসএল শুরু হয়েছে সেই বছর থেকেই এটিকে বনাম গোয়ার একটা দৈরত্ব সবার চোখে পড়েছে। কিন্তু এখন আর শুধু মাঠের ভিতরেই সীমাবদ্ধ নেই গোয়া এবং এটিকে লড়াই। মাঠের বাইরেও দৈরত্ব শুরু হয়ে গিয়েছে ফাইনাল ম্যাচ আয়োজন করা নিয়ে। তবে খবর পাওয়া যাচ্ছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই হতে চলেছে এবারের আইএসএল ফাইনাল।

এর আগে কলকাতায় দুবার আইএসএল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠান হলেও একবারও কলকাতায় আইএসএল ফাইনাল হয়নি। এর ফলে নিজেদের ঘরের মাঠে আই এস এল ফাইনাল দেখা থেকে বারেবারে বঞ্চিত রয়ে গিয়েছেন এটিকে সমর্থকরা অথচ এই এটিকে দল আইএসএলে দু-বার চ্যাম্পিয়ন। আর এবার মনে করা হচ্ছে বাংলার ফুটবল সমর্থকদের সেই আক্ষেপ মিটতে চলেছে কারণ গোয়া যতই ফাইনাল তাদের নিজেদের মাঠে করার দাবি জানান ফাইনাল করার ব্যাপারে এগিয়ে রয়েছে কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন। কলকাতা দুবার চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত একবারও আইএসএল এর ফাইনাল কলকাতায় অনুষ্ঠিত হয়নি, অপরদিকে ইতিমধ্যে একবার আই এস এল ফাইনাল হয়ে গিয়েছে গোয়ায়। সেই কারণে এবার কলকাতায় আইএসএল এর ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল।

1547683153abd0291675b171c5e3ddf85f9f119ef

এটিকে 2014 এবং 2016 সালে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে দুই বার ফাইনালে উঠলেও এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অধরাই থেকে গেছে গোয়ার। এছাড়াও গোয়ার ফতোরদা ফুটবল স্টেডিয়ামের থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো অনেক বেশি উন্নত মানের, এছাড়াও যুবভারতীতে দর্শক সংখ্যা বেশি ধরে। ওপর দিকে এবার এটিকে যে ছন্দে রয়েছে অর্থাৎ রয় কৃষ্ণরা যে ফুটবল খেলছে তাতে এটিকের ফাইনাল খেলার সম্ভাবনা প্রবল। সেই কারণেই আইএসএল ফাইনালের জন্য আয়োজকদের প্রথম পছন্দ হতে চলেছে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গন।

Udayan Biswas

সম্পর্কিত খবর