ইসলামপুর উপনির্বাচনে কেমন চলছে ভোটের প্রস্তুতি

BanglaHunt : পুর বিধানসভা উপনির্বাচনে আগামীকাল রবিবার ভোটগ্রহণের জন্য ইতিমধ্যেই ইসলামপুর কলেজ ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে ভোটকর্মীরা রওনা দেওয়া শুরু করেছেন। ইসলামপুর বিধানসভার পুরুষ ১০৭২৫৫ জন, মহিলা ৯৬৬৩৪ জন এবং অন্যান্য ২ জন মিলিয়ে মোট ২০৩৮৯১ জন ভোটারের জন্য ২১৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ৮৬৮ জন ভোটকর্মী নিযুক্ত থাকবেন বলে ইসলামপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এছাড়াও এবার মডেল বুথ ও মহিলা ভোটকর্মী বুথ না থাকলেও ৩৯টি বুথকে ক্রিটিক্যাল বুথ চিহ্নিত করেছে মহকুমা প্রশাসন। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে ইসলামপুর মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পর্যাপ্ত রাজ্য পুলিশের পাশাপাশি ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে। কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিচালিত ৫টি কুইক রেসপন্স টিম থাকবে বলেও জানা গিয়েছে।

c18d0 684813 578817 evmএছাড়াও এক মাসের মধ্যে দুবার ভোটের ডিউটি আসা অধিকাংশই ভোটকর্মী আগামীতে তাঁদেরকে এই ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন। অনেকে ভয়ভীত অনেকে আবার উৎসবের মরসুম বলে জানালেন ভোটকর্মীরা।


সম্পর্কিত খবর