বিদ্যুৎ, খাবার, জল…সব বন্ধ! গাজার বিরুদ্ধে বড় অ্যাকশন ইজরায়েলের, পুরো ঘিরে ফেলার নির্দেশ

বাংলা হান্ট ডেস্ক: গত শনিবার ইজরায়েলের (Israel) ওপর আচমকাই হামলা চালায় প্যালেস্তাইনের (Palestine) সন্ত্রাসবাদী সংগঠন হামাস (Hamas)। যার ফলে প্রাণ হারিয়েছেন কয়েকশ মানুষ। পাশাপাশি, এই হামলার প্রত্যুত্তরও দিচ্ছে ইজরায়েল। ঠিক সেই আবহেই এবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার গাজা স্ট্রিপ (Gaza Strip) সম্পূর্ণ ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন।

এদিকে, ইতিমধ্যেই প্যালেস্তাইনের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে, “আমরা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করেছি। বিদ্যুৎ নেই, খাবার নেই, জল নেই, গ্যাস নেই- সব বন্ধ।” উল্লেখ্য যে, সন্ত্রাসবাদী সংগঠন হামাস ইজরায়েলে হামলা চালিয়ে কয়েকশ মানুষকে হত্যা করে এবং এটি ছিল একটি অতর্কিত হামলা।

Israel's big action against Gaza

যার পরে ইজরায়েল সমগ্র শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে। পাশাপাশি, এই হামলার পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সন্ত্রাসবাদী সংগঠনের সব ঘাঁটি ধ্বংস করার অঙ্গীকার নিয়েছেন। এদিকে, দক্ষিণ ইজরায়েলে এই হামলার জেরে অন্তত ৭০০ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: বড় খবর! চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, এবার কী বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্যও?

জানা গিয়েছে, গত শনিবার যখন হামাস জঙ্গিরা সীমান্তে আক্রমণ শুরু করে, তখন ইজরায়েলি নিরাপত্তা বাহিনীর জবাব দেওয়ার আগে তারা গাজার নিকটবর্তী এলাকায় এবং শহরগুলিতে হামলা চালায়। এমতাবস্থায়, মৃতদেহ উদ্ধারে সহায়তাকারী একটি সংস্থার মতে, গাজা সংলগ্ন কিবুতজ রিমের কাছে একটি সঙ্গীত অনুষ্ঠানে হামাসের বন্দুকধারীদের হাতে ইজরায়েলি এবং বিদেশি সহ আনুমানিক ২৫০ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: গরু-মহিষ সামলাতে পারলেই মিলবে সরকারি চাকরি! রয়েছে বিপুল শূন্যপদ, এভাবে করতে হবে আবেদন

গাজায় বহু মানুষ মারা গেছেন: এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হিব্রুতে জানিয়েছেন যে “আমরা পশুদের সাথে লড়াই করছি এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে।” হামাসের হামলার জবাবে ইজরায়েলি বাহিনী প্যালেস্তাইনের ভূখণ্ডে বিমান হামলা চালানোর পর গাজা উপত্যকায় অন্তত ৪৯৩ জন নিহত হয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর