ISRO-র সেঞ্চুরি! লঞ্চ হতে চলেছে ভারতের “পাওয়ার হাউস”, তাকিয়ে দেখবে গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক: এবার নতুন নজির তৈরি করার পথে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২৯ জানুয়ারি ISRO ফের সবাইকে চমকে দিতে চলেছে। ওইদিন শ্রীহরিকোটা থেকে GSLV-F15 মিশন লঞ্চ করা হবে। ইতিমধ্যেই ISRO টুইট করে জানিয়েছে যে, ভারতের লঞ্চ ভেহিক্যালের “পাওয়ারহাউস* GSLV-F15 ওড়ার জন্য প্রস্তুত। যেটির ঝলক জনগণকেও দেখানো হয়েছে। এটি হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SHAR) থেকে ১০০ তম উৎক্ষেপণ। পাশাপাশি, এই লঞ্চকে ঘিরে নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ফের ইতিহাস তৈরির পথে ISRO:

কি জানিয়েছে ISRO: টুইটারে এই ছবি শেয়ার করার সময়ে ISRO লিখেছে যে, “GSLV-F15, ভারতের লঞ্চ ভেহিক্যালের পাওয়ার হাউস। যেটি উড়তে প্রস্তুত। উন্নত ক্রায়োজেনিক প্রযুক্তিতে সজ্জিত GSLV-F15, NVS-02 স্যাটেলাইটটিকে কক্ষপথে নিয়ে যাবে। এই ঐতিহাসিক লঞ্চের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমাদের সাথে থাকুন।”

জানিয়ে রাখি যে, GSLV-F15 হবে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (GSLV)-এর ১৭ তম উড়ান। এর পাশাপাশি, এটি হবে ১১ তম উড়ান যেখানে দেশীয় ক্রায়োজেনিক স্টেজ ব্যবহার করা হবে। এই লঞ্চের জন্য একটি 3.4 মিটার ব্যাসের মেটালিক পেলোড ফেয়ারিং ব্যবহার করা হবে। এদিকে, এই রকেটটি শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড (SLP) থেকে লঞ্চ করা হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: রিঙ্কুর ৩.৫ কোটির বাংলোয় কেন থাকেন না তাঁর বাবা-মা? কারণ জানলে চোখে জল আসবে

প্রসঙ্গত উল্লেখ্য, NavIC হল ভারতের আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। যা আমেরিকান GPS-এর মত কাজ করে। এটি পজিশন, ভেলোসিটি এবং টাইমিং (PVT) পরিষেবার জন্য ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি ভারতের মধ্যে এবং 1,500 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সঠিক পজিশনিং পরিষেবা প্রদান করে। যেটি মূলত, দু’টি ধরণের পরিষেবা প্রদান করে: স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস (SPS)। যা ২০ মিটারের কম অবস্থানের সঠিকতা প্রদান করে এবং অন্যটি হল সীমাবদ্ধ পরিষেবা (RS)। যা নির্দিষ্ট নেভিগেশন ক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে।

আরও পড়ুন: গ্রেগ চ্যাপেলের সাথে বিবাদ সহ দ্রাবিড়ের সাথে বিরোধ! সৌরভের বায়োপিকে উদঘাটন হবে ৫ টি রহস্যের

ISRO অনুসারে, NVS-02 স্যাটেলাইটটি NavIC সিস্টেমের দ্বিতীয় জেনারেশনের অংশ। এটির ওজন 2,250 কেজি এবং এটি 3 কিলোওয়াট পর্যন্ত শক্তি পরিচালনা করতে পারে। এর মধ্যে রয়েছে L1, L5 এবং S ব্যান্ডে নেভিগেশন পেলোড এবং C-ব্যান্ডের রেঞ্জিং পেলোড। এটি IRNSS-1E স্যাটেলাইটকে প্রতিস্থাপন করবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর