বাংলা হান্ট নিউজ ডেস্ক: পৃথ্বী শ সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত তার প্রতি হওয়া অবিচারের ব্যাপারে সরব হন ঠিকই।তবে তার প্রতিবাদ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকে না। সৈয়দ মুস্তাক আলী, বিজয় হাজারের পর, এবার রঞ্জি ট্রফিতেও তার ব্যাট কথা। আজ আসামের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে ৩৮৩ বলে দুর্দান্ত ৩৭৯ রানের একটি ইনিংস খেলেছেন।
বুধবার পৃথ্বী শ ব্যাট হাতে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রঞ্জি ট্রফি স্কোর করেছেন। প্রথম দিনের শেষে তার রান ছিল ২৪০। দ্বিতীয় দিনের শেষে তিনি পুনরায় একইরকম আগ্রাসী ব্যাটিং শুরু করেন। তিনি আসামের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় দিনের খেলায় ৯৯ বল খেলে আরও ১৩৯ রান করেন। তার ব্যাটিং দেখে মনে হয়েছে যেন শুধু ব্যাট করার জন্য নয়, সকলকে জবাব দেওয়ার জন্য খেলছেন তিনি।
দ্বিতীয় দিনের খেলার পর নিজের পারফরম্যান্সের বিষয়ে ইতিবাচক পৃথ্বী। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “যে লোকেরা আমার পাশে দাঁড়ায় না খারাপ সময়, আমার সমালোচনার সুযোগ খোঁজেন, আমি তাদের সম্পর্কে সত্যিই চিন্তা করি না। আমি শুধু তাদের উপেক্ষা করে নিজের কাজটা করতে চাই। এটাই আমার নীতি।”
রঞ্জি ইনিংসে ৩৫০ রানের গন্ডি পেরিয়ে যাওয়া নবম ব্যাটার হয়েছেন পৃথ্বী। তার আগে স্বপ্নিল গুঘলে (৩৫১), চেতেশ্বর পূজারা (৩৫২), ভিভিএস লক্ষ্মণ (৩৫৩), সামিত গোহেল (৩৫৮), বিজয় মার্চেন্ট (৩৫৯*), শ্রীধর (৩৬৬) এবং সঞ্জয় মাঞ্জরেকর (৩৭৭) এই কীর্তি গড়তে পেরেছেন।
আজ যখন মনে হচ্ছিল যে তিনি ৪০০ রানের গন্ডি পেরিয়ে যাবেন, তখন লাঞ্চের আগে শেষ ওভারে আসামের তারকা ক্রিকেটার রিয়ান পরাগের বলে তিনি এলবিডব্লিউ হয়েছিলেন। তবে ১৯৪৮ সালে ভাওসাহেব নিম্বলকর, যিনি কাথিয়াওয়ারের বিরুদ্ধে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন যা এখনও রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ স্কোর।