বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি অত্যন্ত মূল্যবান। শুধু তাই নয়, সেগুলির ব্যবহারিক গুরুত্বও রয়েছে যথেষ্ট। বিশেষ করে, এমন কয়েকটি ধাতু (Metal) রয়েছে যেগুলির দাম শুনলে রীতিমতো অবাক হয়ে যান প্রত্যেকেই। এমনিতেই, আমরা সোনা (Gold), রুপো (Silver), ইউরেনিয়াম (Urenium) এগুলির দাম সম্পর্কে তো জানি। কিন্তু, বিশ্বে এমনও একটি ধাতু আছে যার দাম এগুলির তুলনায় অনেকটাই বেশি। পাশাপাশি, দিন দিন চাহিদা বাড়ছে ওই বিশেষ ধাতুটির।
শুধু তাই নয়, যেখানেই ওই ধাতুর সন্ধান পাওয়া যায় ধনী দেশগুলির নজর সেইদিকে থাকে। পাশাপাশি, গাড়ি কোম্পানিগুলির কাছেও ধাতুটির যথেষ্ট চাহিদা রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ধাতুটিকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু হিসেবেও বিবেচনা করা হয়। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, ওই ধাতুটির নামটি কি? বা ওই ধাতুর কেন এত চাহিদা বাড়ছে? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
জানিয়ে রাখি যে, বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু হল প্যালাডিয়াম (Palladium)। দক্ষিণ আফ্রিকায় প্যালাডিয়াম প্ল্যাটিনামের উপজাত হিসাবে নিষ্কাশিত হয়। এদিকে, রাশিয়ায় এটি নিকেলের উপজাত হিসাবে নিষ্কাশিত হয়। এই দু’টি স্থানেই প্যালাডিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় এর দাম এত দ্রুত বাড়ছে।
আরও পড়ুন: ভারতীয় বাজারে “রাজ” করছে জাপানি কোম্পানির এই সস্তা SUV! মাত্র ১০০ দিনেই বিক্রি ২০,০০০ গাড়ি
ব্যবহৃত হয় যানবাহনে: জানিয়ে রাখি যে, এই উজ্জ্বল সাদা ধাতুটি যানবাহনের নির্গমন ব্যবস্থায় ব্যবহৃত হয়। যা ক্ষতিকারক উপাদানগুলিকে কার্বন ডাই অক্সাইড এবং বাষ্পে রূপান্তরিত করে। পেট্রোল গাড়ির এগজস্টে ব্যবহৃত অনুঘটকটিও এটি থেকে তৈরি করা হয়। এছাড়াও, এটি ইলেকট্রনিক্স, জুয়েলারি এবং দন্ত চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এখন যেহেতু সরকার দূষণ সংক্রান্ত নিয়ম কড়া করছে, তাই এটি যানবাহনে বেশি ব্যবহৃত হচ্ছে।
আরও পড়ুন: সুখবর! কলকাতার এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন
দাম বেড়েছে ৯০০ শতাংশ: বর্তমানে প্যালাডিয়ামের চাহিদা এত বেশি যে মাত্র এক বছরে এর দাম দ্বিগুণ হয়েছে। ১০ গ্রাম সাধারণ প্যালাডিয়ামের দাম হল ৬০ হাজার টাকা পর্যন্ত। তবে, ভালো প্যালাডিয়ামের কথা বললে, ১০ গ্রাম প্যালাডিয়াম প্রায় ৮০ হাজার টাকায় মিলবে। ২০০০ সাল থেকে, এর দাম ৯০০ শতাংশেরও বেশি বেড়েছে। আগামী দিনে এটির চাহিদা আরও বাড়তে চলেছে। কারণ যানবাহন প্রস্তুতকারী সংস্থাগুলি দ্রুত প্যালাডিয়ামের ব্যবহার বাড়াচ্ছে।