বাংলা হান্ট ডেস্কঃ বুধবার কাকভোর থেকেই অ্যাকশনে আয়কর দফতরের আধিকারিকরা (Income Tax Raid)। গতকাল ভোর ৫:৩০ নাগাদ অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের (Swarup Biswas) ফ্ল্যাটে উপস্থিত হন তাঁরা। গোটা এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর শুরু হয় তল্লাশি। দেখতে দেখতে ২৪ ঘণ্টা অতিক্রান্ত। বৃহস্পতিবার সকালেও অরূপ-সহোদরের নিউ আলিপুরের ফ্ল্যাটে দেখা গিয়েছে আয়কর দফতরের আধিকারিকদের।
গতকাল স্বরূপের ফ্ল্যাট সহ ৬ জায়গায় হানা দেন আয়কর কর্তারা (IT Raid)। বেহালার পর্ণশ্রী এলাকার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় বলে খবর। স্বরূপ-পত্নী জুঁইয়ের তৃণমূল কার্যালয়ের পাশাপাশি ‘ইডেন রিয়েল এস্টেট’ ও ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দুই সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও হাজির হয়েছিলেন IT কর্তারা। জানা যাচ্ছে, উক্ত দুই রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ছিল। তবে অরূপের (Arup Biswas) ভাইয়ের বাড়িতে কেন তল্লাশি চলছে সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
গতকাল কাকভোরে স্বরূপের ফ্ল্যাটে হানা দেন আয়কর আধিকারিকরা। স্বরূপ এবং তাঁর স্ত্রী জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। ২৪ ঘণ্টা পরেও রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপের ভাইয়ের আবাসনেই রয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, এখনও কয়েকজন আধিকারিক সেখানে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ। স্বরূপের ফ্ল্যাটে ঠিক কী কারণে তল্লাশি চালানো হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে না জানালেও, কিছু নথিপত্রের খোঁজ চলছে বলে খবর।
আরও পড়ুনঃ ‘সমস্ত টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক’, SSC দুর্নীতি মামলার শুনানি শেষ, কী জানাল হাই কোর্ট?
পাশাপাশি আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে, অরূপ-সহোদর স্বরূপ এবং স্ত্রী জুঁইয়ের আয়কর রিটার্ন বেশ কিছু গড়মিল রয়েছে। সেই কারণেই কি গত ২৪ ঘণ্টা ধরে চিরুনি তল্লাশি চলছে স্বরূপদের আবাসনে? বিগত একদিন ধরে কী খুঁজছেন তাঁরা? IT কর্তাদের হাতে কি কোনও গুরুত্বপূর্ণ নথি এসেছে নাকি তল্লাশিতে এখনও কিছুটা সময় লাগবে? দেখা দিয়েছে এমনই নানান প্রশ্ন।
প্রসঙ্গত, টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সিনেপাড়ায় ভালো প্রভাব আছে বলে শোনা যায়। তাঁর ভাই স্বরূপও এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এবার তাঁর বাড়িতেই আয়কর তল্লাশি। কী কারণে আচমকা হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা? কীসের খোঁজ চলছে? উত্তর পেতে করতে হবে কিছু সময়ের অপেক্ষা।