বাংলাহান্ট ডেস্ক : ৪০ বছর আগে একবার বিয়ে হয়েছিল এই দম্পতির। এরপর ৪০ টা বছর কেটে গিয়েছে নানান ওঠা-পড়ার মাধ্যমে। কিন্তু নিজেদের ভালবাসাকে চিরস্মরণীয় করে রাখতে দ্বিতীয়বারের জন্য বিয়ে সারলেন ইতালির এক দম্পতি। আর যেমন তেমন ভাবে নয়, তাজমহলকে সাক্ষী রেখে রীতিমতো হিন্দু নিয়মে এই ইতালিয় দম্পতি তাদের ৪০ তম বিবাহ বার্ষিকীতে ফের একবার গাঁটছড়া বাঁধলেন। এই দম্পতির একটাই কামনা।
আগামী সাত জন্ম যেন এনারা একসাথেই থাকতে পারেন। আগ্রায় এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বরযাত্রী ও কনেযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাই। প্রবীণ দত্ত শর্মা এই বিয়েতে পৌরহিত্যের কাজ করেছেন। তিনি বলেছেন,”নিজেদের সনাতন সংস্কৃতি ভুলতে বসেছে ভারতীয়রা। বিদেশের লোকজন আমাদের সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হচ্ছে।”
বছরের পর বছর ধরে সারা পৃথিবী থেকে মানুষ আগ্রায় পৌঁছেছেন শাজাহান-মমতাজের প্রেমের প্রতীক তাজমহলকে একটিবার দেখার জন্য। ইতালির বাসিন্দা মাউরো ও স্তেফানিয়াও সেই আশা নিয়ে দেখতে এসেছিলেন তাজমহল। কিন্তু তাজমহলে এসে তারা এতটাই অভিভূত হয়ে পড়েন যে তারা সিদ্ধান্ত নেন তাজমহলের সামনে বিয়ে সারবেন তারা। তাদের ৪০ তম বিবাহ বার্ষিকী চিরস্মরণীয় করে রাখতে হিন্দু মতে দ্বিতীয় বারের জন্য বিয়ে করবেন এই যুগল।
বিয়ে করার জন্য এই ইতালিয় দম্পতি যোগাযোগ করেন স্থানীয় একটি ট্রাভেল সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সাথে। এরপর ইভেন্ট সংস্থার পক্ষ থেকে তাজমহলের সামনে একটি রিসর্ট বুক করে আয়োজন করা হয় বিয়ের। এরপর নির্দিষ্ট দিনে হিন্দু মতে আগামী সাত জন্মের বন্ধনের কামনায় বিয়ের সারলেন এই ইতালিয় দম্পতি।