‘আমাকে ক্ষমা কোরো’, সুশান্তের মৃত‍্যুতে অদেখা ভিডিও শেয়ার করলেন জ‍্যাকলিন

বাংলাহান্ট ডেস্ক: শোকগ্রস্ত বলিউড (bollywood)। মাত্র ৩৪ এই সকলকে ছেড়ে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। আজ সকালে নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে অবসাদে ভুগছিলেন অভিনেতা।
সুশান্তের এই আকস্মিক মৃত‍্যু মেনে নিতে পারছেন না কেউই। তাঁর সহকর্মী থেকে অনুরাগী সবারই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে। সুশান্তের শেষ ওয়েব সিরিজ ‘ড্রাইভ’এ তাঁর বিপরীতে ছিলেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ। সহঅভিনেতার মৃত‍্যুতে ভেঙে পড়েছেন তিনি। সুশান্তের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সুশ… আমি খুব দুঃখিত’।

images 63 2

https://www.instagram.com/p/CBaX1QfH6V6/?igshid=1am8i9gpk1xqp

একটি ভিডিও শেয়ার করেছেন জ‍্যাকলিন যেখানে দেখা গিয়েছে প্রাণোচ্ছল সুশান্তকে। গ্রিনরুমে আড্ডা থেকে শুরু করে স্টেজে নাচের প্র‍্যাকটিস সবসময়েই মুখে হাসি লেগেছিল অভিনেতার। ভিডিওটি শেয়ার করে জ‍্যাকলিন লিখেছেন, ‘আমি সবসময় তোমাকে এভাবেই মনে রাখব। পরিশ্রমী, যত্নবান, বুদ্ধিমান ও আবেগপূর্ণ’।

https://www.instagram.com/p/CBaaLOHHcEF/?igshid=1cxnga8jegp2g

‘পিকে’ ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে অভিনয় করেছিলেন সুশান্ত। সেই ছবির কিছু দৃশ‍্য পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন অনুষ্কা। লিখেছেন, ‘সুশান্ত তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমার এটা ভেবে খারাপ লাগছে আমরা এমন একটা পরিবেশে বাস করি যেখানে তোমার সমস‍্যাগুলো সমাধান করার কেউ ছিল না। তোমার আত্মার শান্তি কামনা করি।’

https://www.instagram.com/p/CBaaaKZpybE/?igshid=17eodkowpjzna

জানা গিয়েছে, অবসাদে ভুগছিলেন সুশান্ত। চলছিল চিকিৎসা। তাঁর ঘর থেকে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করেছে পুলিস। তাঁর শেষ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। তাঁর অভিনীত শেষ ওয়েব সিরিজ ড্রাইভ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সেই কারনে অবসাদে ভুগছিলেন সুশান্ত। তাঁর চিকিৎসা চলছিল বলে খবর পাওয়া গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর