বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির দিকে এখন নজর গোটা দেশের। এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা! নিত্য নতুন তথ্য উঠে আসছে প্রতিদিনই। এর মধ্যেই শহরে হাজির বলিউডি তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।
মঙ্গলবার সকালে হঠাৎ করেই শহরে এসে পৌঁছান অভিনেত্রী। কল্লোলিনীতে এসে অবশ্য কোনো শুটিং করতে দেখা যায়নি তাঁকে। বরং শহরের দু দুটো বড় কালীতীর্থ দর্শন করে যান জ্যাকলিন। এদিন সকাল ১০ টা নাগাদ দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। সেখানে পুজো দিয়ে বিকেলে যান কালীঘাটে।
পেস্তা সবুজ রঙের সালোয়ার কামিজ, মাথায় গোলাপি ওড়না ঢাকা দিয়ে এসেছিলেন জ্যাকলিন। মুখে ছিল কালো মাস্ক। হঠাৎ কী কারণে কলকাতায় এলেন অভিনেত্রী তা অবশ্য জানা যায়নি। আসন্ন ছবি ‘বিক্রান্ত রোনা’র সাফল্য কামনা করেই কি দক্ষিণেশ্বর, কালীঘাটে পুজো দিলেন তিনি? সন্দেহ করা হচ্ছে তেমনটাই।
বিক্রান্ত রোনা কন্নড় ভাষার একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ছবি। পরিচালনায় রয়েছেন অনুপ ভাণ্ডারী। মুখ্য চরিত্রে কিচ্চা সুদীপ ছাড়াও থাকছেন নিরূপ ভাণ্ডারী, নীতা অশোক এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটির প্রযোজনা করছে জি স্টুডিওজ, সলমন খান ফিল্মস এবং পিভিআর পিকচার্স। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে বিক্রান্ত রোনা।
উল্লেখ্য, কয়েক মাস আগে পর্যন্তও ইডির নজরে ছিলেন জ্যাকলিন। ২০০ কোটি টাকা প্রতারণা মামলার মূল অভিযুক্ত সুকেশের সঙ্গে জ্যাকলিনের যে বিশেষ সম্পর্ক ছিল তা আর কারোরই অজানা নয়। প্রতারণার টাকা থেকেই নাকি জ্যাকলিনকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ।
ইডির জেরায় জ্যাকলিন জানিয়েছিলেন সুকেশ তাঁকে ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার লোন দিয়েছিলেন অভিনেত্রীর বোনের জন্য যে আমেরিকায় থাকে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় জ্যাকলিনের ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ১৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন সুকেশ।
এখানেই শেষ নয়। প্রতারক ব্যবসায়ীর থেকে আরো বহুমূল্য উপহার হাতিয়েছেন জ্যাকলিন। তার মধ্যে রয়েছে একটি ঘোড়া, তিনটি নামী সংস্থার ডিজাইনার ব্যাগ, একটি ডিজাইনার জিমের পোশাক, নামী সংস্থার একজোড়া জুতো, হীরের কানের দুল এবং বিভিন্ন রঙের পাথরের বানানো একটি ব্রেসলেট। প্রতারক ব্যবসায়ীর থেকে একটি বিলাবহুল গাড়িও নিয়েছিলেন জ্যাকলিন। যদিও পরে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।