বিশ্বে প্রথমবার! JU’তে তৈরি হল হাতে বানানো ব্রেইল ম্যাপ, দৃষ্টিহীনদের জন্য বেনজির কীর্তি ২ পড়ুয়ার

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : দৃষ্টিহীনদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার হাতে তৈরি ব্রেইল মানচিত্র বানিয়ে সাড়া ফেলে দিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসের খুঁটিনাটি তুলে ধরা হয়েছে এই ব্রেইল মানচিত্রে (Braille Map)। দৃষ্টিহীনদের (Blind) ক্যাম্পাসের অন্দরমহল সম্পর্কে আরো স্পষ্টভাবে ধারণা দিতে এমন উদ্যোগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) অভিনব উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য দাবি করেছেন, এই প্রথম ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতর তৈরি করা হল ব্রেইল মানচিত্র । তবে সব থেকে বড় কথা এটি হচ্ছে বিশ্বের প্রথম হাতে তৈরি ব্রেইল মানচিত্র। এই ম্যাপ তৈরিতে কোনো রকম মেশিনের সাহায্য নেওয়া হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই পড়ুয়া রামেশ্বর চক্রবর্তী এবং অস্ত্যর্থা দাস এই ধরনের ব্রেইল মানচিত্র তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ইংরেজি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের এই দুই পড়ুয়া ডিসেবিলিটি অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচারের  প্রজেক্ট হিসাবে এই মানচিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। পড়াশোনা করার সময় অধ্যাপকদের কাছে বহুবার দৃষ্টিহীনদের অধিকার সম্পর্কে শুনেছিলেন এই দুই পড়ুয়া। সেখান থেকেই তাদের এই ধরনের মানচিত্র তৈরির কথা মাথায় আসে।

আরোও পড়ুন : নয়া নিয়ম কেন্দ্রের! বদল আসছে কলকাতার এইসব গাড়িতে! দেখুন, রেজিস্ট্রেশনের জন্য খরচ কত হবে

এই দুই পড়ুয়া (Student) জানিয়েছেন, তারা বড়বাজার থেকে স্ক্রু, কাঠবোর্ড কিনে তৈরি করেছেন ব্রেইল ম্যাপ। ম্যাপ তৈরির সময় সাহায্য নেওয়া হয়নি কোনো মেশিনের। এই দুই পড়ুয়ার প্রজেক্টটি নিয়ে প্রথম দিকে বেশ চিন্তিত ছিলেন ভিসিবিলিটি অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচারের অধ্যাপক ঈশান চক্রবর্তী ৷ তবে রামেশ্বর চক্রবর্তী এবং অস্ত্যর্থা দাসের তৈরি মানচিত্র তাজ্জব করেছে ঈশান বাবুকে।

আরোও পড়ুন : কাপুর পরিবারের ‘অচল পয়সা’, কোনোদিন পাননি লিড রোল, কেউ মনেই রাখেননি এই অভিনেতাকে

ঈশান চক্রবর্তী জানান,  “আমি ওদের ক্লাসে পড়ানোর সময় বারবার বলতাম, দৃষ্টিহীন মানুষদের অধিকারের কথা। আমি নিজে একজন দৃষ্টিহীন মানুষ । আমি বারবার সমান অধিকারের কথা বলতাম । সেখানে দাঁড়িয়ে ওরা যখন আমাকে জানায় এই ধরনের একটি ম্যাপ তৈরি করতে চাইছে, আমি অবাক হয়েছিলাম । খুব ভয় হয়েছিল, কারণ এটা একদমই সহজ কাজ নয়। কিন্তু আজ আমি গর্বিত এবং খুশি ।”

Jadavpur University

বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত  ম্যাপ উদ্বোধন করে বলেন,  “বিশ্বে প্রথমবার একেবারে হাতে করে কোনও ব্রেইল ম্যাপ তৈরি করা হল । এর সঙ্গে ভারতে প্রথম ব্রেইল ম্যাপ তৈরি করা হল কোনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । আমাদের বহু দৃষ্টিহীন পড়ুয়া এবং তিনজন অধ্যাপক রয়েছেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় সব সময় নতুনত্ব কাজকে এগিয়ে নিয়ে যায় । এটাও তার মধ্যে একটা ।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X