ক্যাচ নিতে গিয়ে জাদেজার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুভমান গিলের, বড়সড় চোটের হাত থেকে রক্ষা পেলেন গিল

বাংলা হান্ট ডেস্কঃ আজ অ্যাডিলেডে বক্সিং ডে টেস্ট (Boxing day test) মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক টিম পেইন। অস্ট্রেলিয়ার ইনিংসের 11 তম ওভারে ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড। ওপেন করতে নেমে তিনি দুর্দান্ত ব্যাটিং করছিলেন কিন্তু রবীচন্দ্রন অশ্বিন এর বলে আউট হয়ে থাকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

তবে ম্যাথু ওয়েডকে আউট করতে গিয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতের দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং শুভমান গিল। এইদিন অশ্বিনের বলে লম্বা শট খেলতে গিয়ে ক্যাচ তুলে বসেন ম্যাথু ওয়েড। সেই ক্যাচ বুদ্ধিমত্তার সঙ্গে তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজা।

11 তম ওভারের দ্বিতীয় বলে অশ্বিনকে লম্বা শট মারার চেষ্টা করেন ম্যাথু ওয়েড কিন্তু বলটি ম্যাথু ওয়েডের ব্যাটের টপ এজে লেগে আকাশে উঠে যায়। বলটি ক্যাচ ধরার জন্য একসঙ্গে ভারতের দুই ফিল্ডার জাদেজা এবং শুভমান গিল দৌড়ে যায়। ক্যাচ ধরার সময় দুজনের মধ্যে সংঘর্ষ হয় তবে তাও বল ছাড়েন নি জাদেজা। দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি। তবে অভিষেক ম্যাচে এই সংঘর্ষের ফলে বড়সড় চোট পেতে পারতেন শুভমান গিল, তবে ভালো খবর দু’জনের মধ্যে কারুর কিছুই হয়নি।

Udayan Biswas

সম্পর্কিত খবর