বাংলা হান্ট ডেস্ক : এ বলে আমায় দেখো, তো ও বলে আমায়। প্রতি বৃহস্পতিবার এই একটি টিআরপি-র (Target Rating Point) প্রতিযোগিতায় মশগুল সিরিয়ালপাড়া। একথা তো সকলেই জানেন যে, সময়ের সাথে নিজেকে বদলে ফেলতে না পারলে তাকে বিদায় নিতে হয়। এই চিরাচরিত প্রথার ব্যতিক্রম নয় বাংলার ডেলি সোপগুলিও। কারণ ইদানিং একটা মেগা দু মাসের বেশি দেখতে চাইছেনা দর্শকরা। গল্পে টুইস্ট না আনলেই পিছিয়ে পড়ছে সিরিয়ালগুলি।
যে কারণে নির্মাতারাও উঠে পড়ে লেগেছে কাকে কতটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা যায়। বিশেষ করে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটির কথা তো বলতেই হয়। মাঝে একটা সময় পিছিয়ে পড়লেও সাম্প্রতিক কালে জ্যাস স্যানাল যেভাবে কামব্যাক করেছে তা সত্যিই প্রশংসনীয়। চলতি সপ্তাহের টিআরপি-তেও রীতিমত ধামাকা করল জগদ্ধাত্রী।
একটানা কয়েক মাস ধরে পয়লা নম্বরে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। তবে গত দুই সপ্তাহে এই ট্রেন্ড একটু বদলেছে। গত সপ্তাহের ধারাবাহিকতা বজায় রেখে এবারও প্রথম স্থানে চলে এসেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৭.৯। এদিকে এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে পড়েছে এককালীন বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে সিরিয়ালটি পেয়েছে ৭.৬ পয়েন্ট। তবে কামাল করে চলেছে ফুলকি।
আরও পড়ুন : ‘তেল মারতে জানতে হয়’, জাতীয় পুরস্কার হাতছাড়া হতেই বিষ্ফোরক কুমার শানু
আসার পর থেকেই একটার পর একটা বোমা ফাটিয়ে চলেছে এই নবাগতা হিরোইন। প্রথম সিরিয়ালের হাত ধরেই যে এতটা জনপ্রিয়তা পাবেন তা কে জানতো! মিষ্টি মেয়ে দিব্যানির ঝুলিতে এসেছে ৭.৫ পয়েন্ট। সেই সাথে তৃতীয় স্থান দখল করে নিয়েছে সে। এদিকে রাঙা বৌ আর নিম ফুলের মধু’র মধ্যে চলছে জব্বর লড়াই। ৭.৪ পয়েন্ট নিয়ে শ্রুতি রয়েছে চতুর্থ স্থানে এবং ৭.২ পয়েন্ট নিয়ে পল্লবী শর্মা চলে গেছে পঞ্চম স্থানে। তবে ওপেনিং-র সাথে সাথেই ছক্কা হাঁকিয়েছে Love বিয়ে আজকাল। ৬ পয়েন্টের সাথে এসেই সেরা দশে জায়গা করে নিয়েছে সিরিয়ালটি।
আরও পড়ুন : ভক্তদের অপেক্ষা সার্থক, DNA টেস্টের রিপোর্ট সূর্যর হাতে! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র জমজমাট প্রোমো
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
১ম •• জগদ্ধাত্রী ৭.৯
২য় •• অনুরাগের ছোঁয়া ৭.৬
৩য় •• ফুলকি ৭.৫
৪র্থ •• রাঙা বউ ৭.৪
৫ম •• নিম ফুলের মধু ৭.২
৬ষ্ঠ •• সন্ধ্যাতারা ৬.৯
৭ম •• তুঁতে ৬.১
৮ম•• Love বিয়ে আজকাল ৬.০
৯ম ••খেলনা বাড়ি ৫.৮
১০ম •• বাংলা মিডিয়াম ৫.৭