প্রয়াত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র

বাংলা হান্ট ডেস্ক: প্রয়াত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। বর্ষীয়ান এই প্রাক্তন কংগ্রেস নেতার প্রয়াতে শোকের ছায়া গোটা রাজনৈতিক মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দিল্লী তে সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

তাঁর মৃত্যু র শোক প্রকাশ করে ৩ দিনের ছুটির ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।প্রথম জীবনে একজন শিক্ষক পরবরতীকালে একজন রাজনীতিবিদ, জগন্নাথ মিশ্র ছিলেন বিহারের অন্যতম প্রধান রাজনীতিবিদ। বিহারে মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিলেন ৩বার।

 

images 2019 08 19T122536.969

রাজনীতির দুনিয়া তে আসার আগে বিহার ইউনিভার্সিটি তে ইকোনমি এর প্রফেসর ছিলেন। ১৯৫৩ এবং ১৯৬০ সালের সেন্ট বিনোদ ভবে ভুদান বিদ্রোহে যুক্ত ছিলেন। তাঁর লেখা ৪০ টি রেসার্চ পেপার আছে ইকোনমির ওপরে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফোদ্দের স্ক্যাম কেসের সঙ্গে জড়িত ছিলেন মিশ্র। ৩৭.৬২ কোটি টাকা তোলার দায়ে লালু প্রসাদ এবং মিশ্র কে ৫ বছরে কারাদণ্ড দেয়া হয়েছিল সিবিআই এর কোর্ট থেকে।

সম্পর্কিত খবর