বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের দাপট বাংলায় সেভাবে না পড়লেও, দুর্যোগ পরবর্তীতে কেন্দ্র রাজ্য দ্বন্ধ বড় আকার ধারণ ধরে। এবার সেই আগুনে আরও খানিকটা ঘি ঢেলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার রাতে তাঁর করা এক ট্যুইট ঘিরে আবারও তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে রিভিউ বৈঠকের ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকায়, রিভিউ মিটিং-এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)।
কিন্তু পরবর্তীতে দেখা যায়, প্রধানমন্ত্রীকে আধ ঘণ্টা অপেক্ষা করিয়ে মাত্র ৫ মিনিটের জন্য এসে ২০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ধরিয়ে দিয়ে আবারও সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এই ঘটনার পরবর্তীতে নানাভাবে সমালোচিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে নিজের এমন কাজের স্বপক্ষে নানা যুক্তিও দাঁড় করিয়েছে তিনি।
https://twitter.com/jdhankhar1/status/1399444722742136835
তবে সোমবার রাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের এক ট্যুইটে কেন্দ্র রাজ্য সংঘাত আবারও উসকে ওঠে। রাজ্যপাল দাবি করেন, বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি নয়, আগে থাকতেই প্রধানমন্ত্রী মোদীর মিটিং বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যপালকে আগে থাকতে ইঙ্গিতপূর্ণ ম্যাসেজও করেছিলেন মুখ্যমন্ত্রী- এমনটা দাবি করেছেন তিনি।
https://twitter.com/jdhankhar1/status/1399444884382093312
রাজ্যপাল ট্যুইটে জানান, ‘মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকলে, মুখ্যমন্ত্রী থাকবেন না- এবিষয়টা পুরোটাই ভুল। আমি জানাতে চাই, গত ২৭ শে মে রাত ১১ টা বেজে ১৬ মিনিটে মুখ্যমন্ত্রী আমাকে ম্যাসেজে লিখেছিলেন- ”কথা বলতে পারি? ভীষণ জরুরী”।’