আচমকাই বড় সিদ্ধান্ত! উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়, জানালেন কারণও

Published on:

Published on:

Jagdeep Dhankhar resigns from the post of Vice President.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) তাৎক্ষণিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে স্বাস্থ্যগত কারণ এবং চিকিৎসা পরামর্শের উল্লেখ করে তিনি সংবিধানের 67(a) অনুচ্ছেদের অধীনে পদত্যাগের ঘোষণা করেছেন।

উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar):

রাষ্ট্রপতি মুর্মুকে লেখা চিঠিতে জগদীপ ধনখর (Jagdeep Dhankhar) লিখেছেন, “স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে এবং চিকিৎসা পরামর্শ অনুসরণ করে, আমি তাৎক্ষণিকভাবে ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি।” এর পাশাপাশি তিনি রাষ্ট্রপতির সহযোগিতা এবং আন্তরিক সম্পর্কের জন্য তাকে ধন্যবাদ জানান। এছাড়াও, ধনখর প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের প্রতিও তাদের সমর্থন এবং নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, “প্রত্যেক সম্মানিত সাংসদ সদস্যের কাছ থেকে আমি যে ভালোবাসা, আস্থা এবং শ্রদ্ধা পেয়েছি তা আজীবন আমার হৃদয়ে থাকবে।” এদিকে, উপরাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদের কথা স্মরণ করে তিনি বলেন, “এই মহান গণতন্ত্রে উপরাষ্ট্রপতি হিসেবে আমি যে অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি অর্জন করেছি তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।” তিনি আরও জানান, “ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অভূতপূর্ব রূপান্তরের পর্যায় প্রত্যক্ষ করা আমার জন্য সৌভাগ্য এবং সন্তুষ্টির বিষয়।” তিনি তাঁর পদত্যাগপত্রে ভারতের বিশ্বব্যাপী উত্থান এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতি অটল বিশ্বাস প্রকাশ করেছেন।

আরও পড়ুন: দুর্ঘটনায় হারান ২ টি হাত! আর্থিক অনটনকে সঙ্গী করেই কঠোর পরিশ্রমে রেভিনিউ অফিসার হলেন বৈভব

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ২০২২ সালে ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২২ সালের ৬ অগাস্ট তারিখে সম্পন্ন হওয়া উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করেন। জগদীপ ধনখড় মোট ৭২৫ ভোটের মধ্যে ৫২৮ ভোট পেয়েছেন। অপরদিকে মার্গারেট আলভা পান ১৮২ ভোট। উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। জগদীপ ধনখড় রাজস্থানের ঝুনঝুনু জেলার এক সাধারণ কৃষক পরিবারে ১৯৫১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর বৃত্তি পেয়ে চিত্তোরগড় সৈনিক স্কুলে পড়াশোনা করতে যান। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নির্বাচিত হলেও সেখানে যাননি।

আরও পড়ুন: চতুর্থ টেস্টে দাপট দেখাতে প্রস্তুত ভারত! প্লেয়িং ইলেভেনে এই খেলোয়াড়ের বিষয়ে বড় ইঙ্গিত দিলেন সিরাজ

তিনি (Jagdeep Dhankhar) জয়পুরের মহারাজা কলেজ থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তারপর ধনকর রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। জয়পুরে থাকাকালীন তিনি আইন অনুশীলন শুরু করেন এবং রাজস্থান হাইকোর্টের একজন সুপরিচিত আইনজীবী ছিলেন। ধনখর ১৯৭৯ সালে রাজস্থান বার কাউন্সিলে যোগদান করেন। ১৯৯০ সালের ২৭ মার্চ তিনি রাজস্থান হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট হন। এর পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস চালিয়ে যান। ১৯৮৭ সালে তিনি রাজস্থান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিও নির্বাচিত হন।