ব্রিটেনের মাটি কেঁপে উঠল ‘জয় বজরংবলী’ স্লোগানে! ভারতীয় সেনার দাপট প্রত্যক্ষ করল গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক : অভূতপূর্ব দৃশ্য দেখল ইংল্যান্ড (England)। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ‘জয় বজরংবলি’ স্লোগান দিল ভারতীয় সেনা (Indian Army)। বৃহস্পতিবার দুই দেশের সেনার যৌথ মহড়া ছিল। সেখানেই এই স্লোগান দেন বিহার রেজিমেন্টের সদস্যরা।

উল্লেখ্য, গত সাত বছর ধরে যৌথ মহড়ায় অংশ নেয় ভারত ও ব্রিটেন দুই দেশের সেনা। চলতি বছরের মহড়া শুরু হয়েছে দু’সপ্তাহ আগে। সেখানেই ‘জয় বজরংবলি’ স্লোগান দেন ভারতীয় সেনা জওয়ানরা।

indian army 2

২০২৩ সালের যৌথ মহড়া চলছে ব্রিটেনের স্যালিসবারি প্লেইনসে। ভারতীয় সেনার তরফে একটি ব্যাটেলিয়নকে এই মহড়ায় অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। বিহার রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটেলিয়ন এই মহড়ায় রয়েছে। অন্যদিকে, ব্রিটেনের পক্ষ থেকে দু’টি ব্যাটেলিয়নকে এই মহড়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছে রয়্যাল গোর্খা রাইফেলস ব্যাটেলিয়ন।

গতকালই ছিল মহড়ার শেষ দিন। প্রথামাফিক সামরিক কসরত শেষে পরপর স্লোগান দিতে শুরু করেন ভারতীয় জওয়ানরা। আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে, দৃপ্ত কণ্ঠে ‘ভারত মাতা কি জয়’ বলে ওঠেন তাঁরা। তারপরেই বিহার রেজিমেন্টের জওয়ানদের গলায় শোনা যায় ‘জয় বজরংবলি’ স্লোগান। প্রসঙ্গত, ভগবান হনুমানের জয়গানের ধর্মীয় স্লোগান হিসাবে ভারতে এই কথা বেশ প্রচলিত।

২০২১ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় আয়োজিত হয়েছিল ভারত ও ব্রিটেন সেনার যৌথ মহড়া। এ বছর তা হচ্ছে ব্রিটেনে। ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট ও ব্রিটেনের রয়্যাল গোর্খা রাইফেলসের জওয়ানরা অংশ নিয়েছে এই মহড়ায়। ভারতীয় বায়ুসেনার সি-১৯ যুদ্ধবিমানে করে অস্ত্রসস্ত্র এবং মহড়ার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ২৬ এপ্রিল ব্রিটেনে গিয়েছে ভারতীয় সেনার জওয়ানরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর