RSS-র সদর দফতরে হামলার প্রস্তুতি জইশের জঙ্গিদের, নিরাপত্তা বাড়ানো হল নাগপুরে

বাংলা হান্ট ডেস্কঃ জইশ-ই-মুহাম্মদ জঙ্গিরা নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর নজরদারি চালিয়েছে এবং সেখানকার কিছু ছবিও তোলা হয়েছে। এরপরই রেশমবাগে অবস্থিত নাগপুর সদর দফতর এবং হেডগেওয়ার ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বলে দিই যে, সঙ্ঘের সদর দফতর হল সেই জায়গা যেখানে সরসঙ্ঘচালক মোহন ভাগবত থাকেন, পাশাপাশি অনেক সংঘের আধিকারিকরাও থাকেন। জইশ-ই-মুহাম্মদ-র জঙ্গিরা সেখানে বড়সড় নাশকতা চালানোর ছক কষছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন যে, কিছু দিন আগে JeM-র কিছু জঙ্গি নাগপুরে এসেছিল এবং তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গার নজরদারি চালিয়েছে। এখবর পাওয়া মাত্রই সেসব জায়গাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিষয়টির সংবেদনশীলতার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার বাকি তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। তবে অন্যান্য পুলিশ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, JeM-র জঙ্গিরা নাগপুরের প্রাসাদে অবস্থিত আরএসএস সদর দফতর এবং রেশমবাগে অবস্থিত হেডগেওয়ার ভবনের রেইকি করেছে।

আপনাদের বলে দিই যে, এই জঙ্গিরা ১ মাস আগে শ্রীনগর থেকে নাগপুরে এসেছিল এবং কিছু দিন নাগপুরেই ছিল। নাগপুর ক্রাইম ব্রাঞ্চ এই বিষয়ে জানতে পারার পরই তাঁদের অনুসন্ধানের জন্য দল গঠন করেছে। এবং একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর