চীনকে ঠেকাতে মালদ্বীপের প্রতি সহায় হল ভারত, দিল আরও ১ লক্ষ করোনার টিকা

বাংলা হান্ট ডেস্কঃ বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে নিজের সমকক্ষ আবদুল্লা শাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর কোভিড-১৯ এর মধ্যে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্য মালদ্বীপের প্রশংসা করেন। এই সাক্ষাতে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মালদ্বীপকে আরও অতিরিক্ত ১ লক্ষ ডোজ করোনার টিকাও দেন।

বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেন, করোনা মহামারীর পর অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে দুই দেশও সহযোগিতা অব্যাহত রাখবে। ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মালদ্বীপের বিদেশ মন্ত্রী শাহিদ এবং স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নসীমকে করোনার এক লক্ষ ডোজ তুলে দেন।

বলে রাখি, করোনার ভ্যাকসিন মামলায় ভারত লাগাতার প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতা করে চলেছে। পাকিস্তান আর চীন বাদে ভারত সমস্ত প্রতিবেশী দেশগুলোকেই টিকা দিয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ছাড়াও অন্যান্য মিত্র দেশগুলোকেও টিকা দিয়েছে ভারত।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর