বাংলা হাট ডেস্কঃ ক্রিকেট মাঠে দুই দলের মধ্যে লড়াই কমবেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে সবসময়ই। মাঠের মধ্যে চলতে থাকে স্লেজিং, কখনও কখনও খেলোয়াড়দের তর্ক বিতর্কেও জড়াতে দেখা যায়। এবার লর্ডস টেস্টেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষত পঞ্চম দিনে বুমরা এবং শামী যখন মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন জস বাটলার এবং অন্যান্য ইংরেজ খেলোয়াড়দেরও বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল তাদের সঙ্গে। এমন কি তার উত্তর দিতে গিয়ে ব্যালকনি থেকে ক্ষোভও প্রকাশ করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। যা নিয়েও যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। কেউ বিরাটের পক্ষে দাঁড়াচ্ছেন কেউবা বলছেন তিনি অতিরিক্ত মাথা গরম করে ফেলেন।
তবে এই সবই পড়ে স্ট্রাটেজির মধ্যে। একদিকে যেমন রুটরা চাইছিলেন বুমরা এবং শামীর মনোযোগ নষ্ট করে তাদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপটি ভেঙে দিতে, অন্যদিকে তেমনি বিরাট চাইছিলেন এই সময়ে খেলোয়াড়দের পাশে থেকে তাদের আর উজ্জীবিত করতে। এই মানসিক দ্বন্দে অবশ্য শেষ পর্যন্ত জয়ী হয় ভারতই। ৯০ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলে ইংল্যান্ডকে রীতিমতো ব্যাকফুটে ঠেলে দেয় শামী-বুমরা জুটি এবং ১৫১ রানে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচটি জিতে সিরিজে লিডও নিয়ে নেয় ভারতীয় দল।
এসবই হল মাঠের লড়াই। মাঠের বাইরে খেলোয়াড়দের মধ্যে প্রীতি ভাব বজায় রাখাই শোভনীয়। তাইতো ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যানস গেম। কিন্তু এবার জেমস অ্যান্ডারসনের যে পুরনো ভিডিওটি ভাইরাল হল তাতে দেখা যায় মাঠের লড়াই চলে এসেছে মাঠের বাইরেও। এই ভিডিওটি অবশ্য ২০১৯ সালের আইপিএলের। সে সময় রবিচন্দ্রন অশ্বিন জস বাটলারকে মানকডিং পদ্ধতিতে আউট করেছিলেন। যা বেশ সমালোচনার ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় ম্যাচের পর রবীচন্দ্রন অশ্বিনের প্রতি ক্ষোভ উগরে দিতে তার একটি ছবিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছেন জেমস অ্যান্ডারসন। নতুন করে ভাইরাল এই ভিডিওটি এখন রীতিমত সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/ThatCric8Girl/status/1427911515244359684?s=19
অনেকের মতে এই দৃশ্য ক্রিকেটের পক্ষে লজ্জাজনক। মাঠের লড়াইয়ে মাঠের বাইরে টেনে নিয়ে যাওয়ার কোনও মানে নেই। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড সিরিজেও চলছে অ্যান্ডারসন কোহলির তর্ক বিতর্ক। একদিকে যেমন অ্যান্ডারসনের বলে আউট হওয়ার পর তাকে নিয়ে যথেষ্ট কটাক্ষ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তেমনি আবার লর্ডস টেস্টে ভারত জয়লাভের পরেও ট্রোলড হচ্ছেন অ্যান্ডারসন। এখন দেখার তৃতীয় টেস্টে ইংল্যান্ড কামব্যাক করতে পারে কিনা, নাকি লিডসেও তাদের মাত দেয় কোহলির দল।