শারজিলের ভাষণের ৩০ মিনিট পরেই জামিয়ায় শুরু হয়েছিল দাঙ্গা! রাস্তা জ্যাম করার জন্য দেওয়া হয়েছিল উস্কানি

বাংলা হান্ট ডেস্কঃ দেশ বিরোধী স্লোগান দেওয়া আর জামিয়া দাঙ্গা মামলায় গ্রেফতার জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমামের (Sharjeel Imam) শাহিন বাগে (Shaheen Bagh) দেওয়া ভাষণের প্রায় ৩০ মিনিট পর জামিয়া নগরে (Jamia Nagar) নিউ ফ্রেন্ডস কলোনিতে দাঙ্গা শুরু হয়েছিল। যদিও শারজিল ইমাম দাঙ্গা যেখানে হয়েছিল, সেখানে ছিল না। দিল্লী পুলিশের অপরাধ দমন শাখার এসআইটি এর তদন্তে এই কথা সামনে আসে। এসআইটি শারজিল ইমামকে একদিনের জন্য রিমান্ডে নিয়েছিল। জামিয়া নগর এলাকায় দাঙ্গায় ভূমিকা সামনে আসার পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

SIT এর এক বরিষ্ঠ আধকারিক জানান, শারজিল জামিয়া নগরের পর ১৫ ডিসেম্বর দুপুরে শাহিনবাগে ভাষণ দিয়েছিল। অভিযোগ, শারজিন নিজের উস্কানিমূলক ভাষণে সিএএ এর বিরুদ্ধে সমস্ত প্রধান রাস্তা এবং চৌমাথায় জ্যাম সৃষ্টি করা আর ভাঙচুর করার জন্য উস্কেছিল।

শারজিল সেখানে অসমকে ভারতের থেকে আলাদা করার হুমকিও দিয়েছিল। এরপর শাহিনবাগ থেকে প্রচুর পরিমাণে প্রদর্শনকারী জামিয়া নগর গেছিল, আর সেখানে দাঙ্গা করেছিল। যদিও শারজিল সেই সময় জামিয়া নগরে ছিলোনা জানিয়েছে পুলিশ। সে শাহিনবাগেই ছিল, আর রাত প্রায় ১১ টা নাগাদ জেএনইউতে চলে গেছিল। SIT এর আধিকারিক অনুযায়ী, জামিয়া নগর আর শাহিনবাগে ভাষণ দেওয়ার জন্য শারজিলকে কেউ ডেকেছিল না।

সে সেখানে নিজের ইচ্ছেতেই এসেছিল, আর ভাষণ নিজেই লিখেছিল। সে সেখানে উপস্থিত প্রদর্শনকারীদের বলে, সে জেএনএউ এর ছাত্র আর পিএইচডি করছে। সবাই এই কথা শুনে প্রভাবিত হয়ে যায়। এরপর সে মঞ্চে উঠে ভাষণ দেয়। পুলিশ আধিকারিক অনুযায়ী, শারজিল সিএএ এর বিরুদ্ধে জামিয়া নগর আর শাহিনবাগের মসজিদের পাশে উস্কানিমূলক লিফলেট বিলি করেছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর