বাংলা হান্ট ডেস্ক: জাপানের নাগরিকদের বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় প্রায় খালি করে দেয়া হয়েছে তিনটি শহর। কাগোষিমা প্রদেশের তিনটি শহর ও কিউসুর কিছু জেলায় কয়েকদিন একটানা বৃষ্টিতে অচলাবস্থা দেখা গিয়েছে।
কতৃপক্ষ বুধবার এলাকাবাসীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার পর্যন্ত শহরগুলিতে এক হাজার কিলোমিটার বৃষ্টিপাত হয়েছে।
বেশ কিছু টিভি ফুটেজে দেখা গিয়েছে, বন্যার জলে ভেসে যাচ্ছে অনেক গাড়ি। কাগোষিমার সব নদীর পাড় ডুবে গিয়ে উঠে এসেছে।