ইউক্রেনকে ৬৫ কোটির আর্থিক সাহায্য জাপানি ধনকুবেরের, দিলেন পাশে থাকার বার্তাও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাশিয়ার ইউক্রেন আক্রমনের পর পৃথিবীর অধিকাংশ দেশই সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনের দিকে। এবার বিপুল আর্থিক সাহায্য করে ইউক্রেনের পাশে দাঁড়ালেন জাপানি ধনকুবের। ইউক্রেনকে ১ বিলিয়ান ইয়েন অর্থাৎ ৮.৭ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

জাপানি ইকমার্স জায়ান্ট রাকুটেন গ্রুপ ইনক এর প্রতিষ্ঠাতা হিরোশি মিকি মিকিতাকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে একটি চিঠি লিখে এই আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন। এই টাকা রুশ আক্রমনে ক্ষতিগ্রস্ত এবং বিপন্ন মানুষদের সাহায্যে ব্যবহার করা হবে। একই সঙ্গে চিঠিতে মিকিতানি এও লিখেছেন যে ২০১৯ সালে ইউক্রেন গিয়ে তিনি নিজে দেখাও করে এসেছিলেন জেলনস্কির সঙ্গে।

একই সঙ্গে রাশিয়াকে চুড়ান্ত নিন্দা করেছেন জাপানি ধনকুবের। তিনি জানিয়েছেন রাশিয়ার এই ইউক্রেন আক্রমণকে গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ বলে দেখেন তিনি। তিনি জেলনস্কিকে বলেন, ‘আমার ভাবনা আপনার এবং ইউক্রেনের সঙ্গে রয়েছে। আমি মনে করি একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দেশে অন্যায় ভাবে আক্রমণ করাটা গণতন্ত্রের কাছে একটি চ্যালেঞ্জ। শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।’

Rakuten group’s CEO Hiroshi Mikitani

 

প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন আক্রমনের পর রাশিয়াকে নিষিদ্ধ করেছে বেশিরভাগ দেশই। হাতের বদলে ভাতে মারতে চেয়ে রাশিয়ার সঙ্গে বন্ধ করা হয়েছে অর্থনৈতিক লেনদেন এবং বানিজ্য। জাপান, আমেরিকা অস্ট্রেলিয়ার মতন দেশগুলি নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার উপর। অন্যদিকে পৃথিবীর অধিকাংশ দেশই এগিয়ে এসেছে ইউক্রেনের সাহায্যে। শুধু দেশই নয়, ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাও। এহেন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় মিকিতানির এই সাহায্যে সে সত্যিই উপকৃত হবেন ইউক্রেনের মানুষ সেকথা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর

X