বাংলাহান্ট ডেস্ক: বিগ বস (bigg boss) ১২র প্রাক্তন দুই প্রতিযোগী উঠতি গায়িকা জ্যাসলিন মাথারু (jasleen matharu) ও গায়ক অনুপ জালোটার (anup jalota) সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে নেটদুনিয়ায়। বিগ বসের ঘরে একাধিকবার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে দুজনকে। এবার জ্যাসলিনের একটি ছবি সেই জল্পনার আগুনে ঘি ঢালল।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন জ্যাসলিন মাথারু। সেখানে তাঁকে এবং অনুপ জালোটাকে দেখা যাচ্ছে বিয়ের সাজে। কোনো ক্যাপশন ছাড়াই ছবিদুটি শেয়ার করেছেন জ্যাসলিন।
গোলাপি এমব্রয়ডারি করা সালোয়ার কামিজ ও ভারী গয়নায় সেজেছেন জ্যাসলিন। বিবাহিত মহিলাদের মতো হাতে চূড়াও পরেছেন তিনি। পাশে অনুপ জালোটার পরনে রয়েছে শেরওয়ানি ও পাগড়ি। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন দুজনে।
বলা বাহুল্য ছবি পোস্ট করতেই নেটিজেনদের মন্তব্য উপচে পড়েছে জ্যাসলিনের পোস্টে। একজন জিজ্ঞাসা করেছেন, তাঁরা দুজন কি সত্যি সত্যিই বিয়ে করে ফেললেন? আবার আরেক ব্যক্তি লিখেছেন, এটি আসলে ‘ও মেরি স্টুডেন্ট হ্যায়’ নামে ছবির শুটিংয়ের জন্য।
জানা গিয়েছে, এই ছবি সত্যিই এক ছবির শুটিং সেট থেকে শেয়ার করেছেন জ্যাসলিন। ছবির নাম ‘ইয়ে মেরি স্টুডেন্ট হ্যায়’। অনুপ ও জ্যাসলিনের এই ছবি দুটি এখন তুমুল ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CGFejgFMQzn/?igshid=13u5ohaddv8j7
বিগ বসের ১২তম সিজনে প্রতিযোগী ছিলেন জ্যাসলিন মাথারু ও অনুপ জালোটা। শোয়ের প্রথম থেকেই দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জলঘোলা শুরু হয়েছিল। পরে অবশ্য দুজনেই স্বীকার করেছিলেন তাঁদের দুজনের মধ্যে সম্পর্কটা শুধু মাত্রই শিক্ষক ও ছাত্রীর।
গত জুলাইতে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জ্যাসলিন জানান, ভোপালের এক চিকিৎসক অভিজিৎ গুপ্তার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অনুপ জালোটাই তাঁদের সাক্ষাৎ করান। এরপর তিন মাস ডেট করেন তিনি অভিজিৎকে।
এই প্রসঙ্গে জ্যাসলিন বলেন, “অনুপ জি ও অভিজিতের বাবা বন্ধু। তিনিই আমাদের পরিচয় করান। আমি ১৫ দিনের জন্য ভোপাল গিয়েছিলাম। এই প্রথম আমি অভিজিৎ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করলাম। তবে লকডাউনের জন্য আমরা বেশি ঘুরতে পারিনি।”
কিন্তু ২ মাস যেতে না যেতেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। অগাস্টে জ্যাসলিন জানান, তাঁদের কুষ্ঠি না মেলার কারণেই এই বিয়ে সম্ভব নয়। তিনি আরো জানান, তাঁর পরিবার এই সমস্ত বিষয়ে খুবই বিশ্বাস রাখে আর তিনি কখনোই তাদের বিশ্বাস ভেঙে কিছু করবেন না।