বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে ক্রিকেট সমর্থকরা যে মুহূর্তগুলির অপেক্ষা করছিলেন সেই মুহূর্তগুলো গতকাল চলে গিয়েছে। ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) আর গত ৭ বারের মতো এবারও আহমেদাবাদে (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত ম্যাচের ফলাফলও এক। প্রথমে বল হাতে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) সহ বাকি ভারতীয় বোলারদের দাপটের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও শ্রেয়স আইয়ারের ব্যাটে ভর করে সহজ জয় পেয়েছে ‘মেন ইন ব্লুজ’।
আজ অবধি ভারত এবং পাকিস্তান যখনই ওডিআই বিশ্বকাপে মুখোমুখি হয়েছে, তখনই ভারত জয় পেয়েছে এবং ম্যাচের সেরা হয়েছে কোনও না কোনও ভারতীয় ক্রিকেটার। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় ক্রিকেটার ছিলেন একজন ব্যাটার। কিন্তু এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটলো।
পাকিস্তানকে ১৯১ রানে অলআউট করার পর যখন ভারতীয় দল রান তাড়া করতে নেমে তখন ব্যাট হাতে বিধ্বংস ব্যাটিং করেন রোহিত শর্মা। ৬৩ বলে ৮৬ রানের একটি বিধ্বংস ইনিংস খেলে তিনি পাকিস্তানের ম্যাচে ফেরার যাবতীয় আশা শেষ করে দেন। এরপর অনেকেই আশা করেছিলেন যে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের মতই এই ম্যাচেও রোহিত শর্মা ম্যাচের সেরা হবেন।
আরও পড়ুন: রোহিত পারছিলেন না, কোহলি এসে পাতলেন ফাঁদ, ছন্দে ফিরলেন সিরাজ, ড্রেসিংরুমে ফিরলেন পাক ওপেনার
কিন্তু ম্যাচের সেরা পুরস্কার দেওয়ার সময় দেখা যায় চমক। হিটম্যানের বদলে ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরার হাতে ম্যাচের সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। ভারতীয় বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে কৃপন বোলিং করেছিলেন তিনিই। ৭ ওভারে ১টি মেডেন সহ মাত্র ১৯ রান দিয়ে মহম্মদ রিজওয়ান ও শাদাব খানের মত দুই অভিজ্ঞ পাকিস্তানি তারকাকে ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: তেজি ঘোড়ার মতো ছুটছেন রোহিত! ভেঙে যাবে সৌরভ গাঙ্গুলীর এই অবিশ্বাস্য রেকর্ড
২৪ বছর পর বিশ্বকাপে এমন ঘটনা ঘটে। শেষবার যখন ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের ম্যাচে কোনও ভারতীয় বোলার ম্যাচের সেরা হয়েছিল, তখন নতুন শতাব্দী আরম্ভ হয়নি। ১৯৯৯ ওডিআই বিশ্বকাপে এই কাজ করেছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। তার ঠিক ২৪ বছর পরে একবিংশ শতাব্দীতে প্রথমবার ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচে ভারতীয় বোলার হিসাবে যশপ্রীত বুমরা ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন।