বিশ্বকাপের আগে বুমরার মতো মারাত্মক বোলার হাতে পেলো BCCI, দেওয়া হলো শেষ সুযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে নেমেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যদি জয় পায় তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মারা দলে ফেরার আগেই সিরিজ পকেটে চলে আসবে লোকেশ রাহুলের। কিন্তু তার আগে একটি সমস্যা দেখা গেল ভারতীয় শিবিরে।

মহালিতে প্রথম ওডিআই ম্যাচে ভারতের মূল ফাস্ট বোলাররা দুর্দান্ত ছন্দ ছিলেন। দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট নিয়েছিলেন শামি। তবে তিনি খুব একটা রান আটকে রাখতে পারেননি। মাত্র ১ উইকেট পেলেও সেই কাজটা করে দেখিয়েছিলেন যশপ্রীত বুমরা। নিজের ১০ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি।

কিন্তু বিশ্বকাপের আগে আচমকাই এই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটি থেকে ছিটকে গেলেন তিনি। প্রায় এক বছর পরে নিজের পিঠের চোট সারিয়ে উঠে আগস্ট মাসে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন এই তারকা ফাস্ট বোলার। কিন্তু তিনি কেন এই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তা ভেবে সকল ভারতীয় ক্রিকেট ভক্তরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: কে মাতাবেন বিশ্বকাপ? ভারত নয়, পাকিস্তানের এই তারকাকে গাছে তুললেন গৌতম গম্ভীর!

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সকলকে জানিয়ে দিয়েছে যে তাকে নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। পরিবারের সঙ্গে কোন একটি গুরুত্বপূর্ণ কাজ সারতে ও দেখা করতে তাকে একটি ছোট্ট ব্রেক দেওয়া হয়েছে। তিনি রাজকোটে তৃতীয় ওডিআই ম্যাচে আবার দলে ফিরবেন। তার কোনরকম চোট সংক্রান্ত সমস্যা হয়নি সেটা নিশ্চিত করেছে বিসিসিআই। কিছুদিন আগেই পিতা হয়েছেন বুমরা। সম্ভবত নিজের ছেলেকে দেখতেই আবার একবার পরিবারের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিতর্ক! কোহলি সম্পর্কে বিরূপ মন্তব্য করে ফের সমর্থকদের আক্রমণের শিকার গম্ভীর

mukesh

সিরিজের এই দ্বিতীয় ম্যাচে তার জায়গায় স্কোয়াডে এসেছেন মুকেশ কুমার। যদিও তিনি সরাসরি দলের সুযোগ পাবেন এমনটা ভাবার কোনও কারণ নেই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজে বেশ ভালোই পারফরম্যান্স করেছিলেন তিনি। বিশেষ করে নিখুঁত ইর্য়কারের সাহায্যে ডেথ ওভারগুলিতে বুমরার মতোই ব্যাটারদের আটকে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওই সিরিজে। তবে ওডিআই বিশ্বকাপের আগে আর প্রয়োজন ছাড়া নতুন কাউকে দেখে নেওয়ার চেষ্টা হয়তো করবে না ম্যানেজমেন্ট।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর