বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শুধু তাই নয়, বল হাতে বুমরাহ একটি দুর্ধর্ষ রেকর্ডও গড়েছেন। যার মাধ্যমে, তিনি এমন একটি কৃতিত্ব গড়েছেন যা গত ৭ বছরে অন্য কোনও বোলার করতে পারেননি। মূলত, প্রতিপক্ষ দলের ওপেনারদের বিভ্রান্ত করে বুমরাহ এই রেকর্ডটি গড়েছেন।
রেকর্ড গড়লেন বুমরাহ (Jasprit Bumrah):
সহজভাবে বলতে গেলে, গত ৭ বছরে, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) টেস্ট ক্রিকেটে বিশ্বজুড়ে ওপেনারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছেন। ২০১৮ সাল থেকে, তিনি এই ফরম্যাটে সবচেয়ে বেশিবার প্রতিপক্ষ ওপেনারদের আউট করেছেন। এর আগে, এই রেকর্ডটি ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের নামে ছিল। যিনি ১২ বার ওপেনারদের আউট করেছিলেন।
A moment of pure magic from Jasprit Bumrah! 💙
One cracking delivery, one stunned batter and India strike early with a big breakthrough. 👊🇮🇳#INDvSA 1st Test LIVE NOW 👉 https://t.co/uK1oWLgsfx pic.twitter.com/j29zBV39Z6— Star Sports (@StarSportsIndia) November 14, 2025
কিন্তু, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসের প্রথম স্পেলে, বুমরাহ (Jasprit Bumrah) কেবল বিপক্ষ দলের দুই ওপেনারকেই আউট করেননি, বরং স্টুয়ার্ট ব্রডের রেকর্ডও ভেঙে দিয়েছেন। টেস্টে এই নিয়ে ১৩ বার বুমরাহ বিপক্ষ দলের ওপেনারকে আউট করলেন।
Simply outstanding! 💪🏻💥
Rickelton first, Markram next! #TeamIndia’s gun spearhead, Jasprit Bumrah has now removed both the 🇿🇦 openers!
Catch the LIVE action ⬇️#INDvSA 1st Test LIVE NOW 👉 https://t.co/uK1oWLgsfx pic.twitter.com/a8YFAcqShA
— Star Sports (@StarSportsIndia) November 14, 2025
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের মাঝে ছুটির আবেদন কুলদীপের! BCCI-র কাছে জানালেন অনুরোধ
কীভাবে দুই ওপেনারকে আউট করলেন: জসপ্রীত বুমরাহ প্রথমে রায়ান রিকল্টনকে ক্লিন বোল্ড করেন এবং তারপর এইডেন মার্করামকে ক্যাচ আউট করেন। প্রথম উইকেটটি ছিল তাঁর দুর্দান্ত বোলিংয়ের প্রমাণ। তিনি ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করেছিলেন। দ্বিতীয় উইকেটে ঋষভ পন্থ অসাধারণ ক্যাচটি নেন। বুমরাহ তাঁর প্রথম স্পেলে দক্ষিণ আফ্রিকার ওপেনারদের আউট করেন। যেখানে তিনি (Jasprit Bumrah) ৭ ওভারে মাত্র ৯ রান দেন। যার মধ্যে ৪ টি মেডেন ওভারও ছিল।
আরও পড়ুন: একসঙ্গে ২ টি প্ল্যানের দাম কমাল BSNL! একদম সস্তায় মিলবে ৩৩০ দিনের ভ্যালিডিটি
অশ্বিনকেও ছাড়িয়ে গেলেন বুমরাহ: জানিয়ে রাখি যে, রায়ান রিকল্টনকে ক্লিন বোল্ড করে জসপ্রীত বুমরাহ অশ্বিনকেও ছাড়িয়ে গেছেন। বোল্ডের মাধ্যমে সর্বাধিক উইকেট নেওয়ার ক্ষেত্রে বুমরাহ (Jasprit Bumrah) এখন তৃতীয় সর্বোচ্চ ভারতীয় উইকেট শিকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। এই নিয়ে ১৫২ তম বার বুমরাহ বোল্ড আউট করেছেন। এই দিক থেকে তিনি অশ্বিনকে ছাড়িয়ে গেছেন। যিনি ভারতে ১৫১ বার বোল্ড আউট করেছেন। এদিকে, কুম্বলে ১৮৬ বার এবং কপিল দেব ১৬৭ বার ক্লিন বোল্ড করেছেন।












