বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যে দিনটার অপেক্ষায় করছিলেন সেই দিনটা এলো। নিজের দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফিরলেন ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। উইকেট নেওয়ার পাশাপাশি করলেন কৃপণ বোলিং। তাকে আজ রীতিমতো ছন্দে দেখিয়েছে। আর ভারতীয় ক্রিকেটই দেখতে চাইছিলেন। বৃষ্টির জন্য পুরো ৪০ ওভার খেলা সম্ভব হলো না। ডাকওয়ার্থ লুইস নিয়মে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৬.৫ ওভার খেলেই দুই রানে জয় পেল ভারতীয় দল (Indian Cricket Team)।
যদিও প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ বা এশিয়া কাপে অংশগ্রহণ করতে চলা দলগুলির কোনও তুলনা চলে না। তাও আজ বুমরা যে বোলিংটা করেছেন তা দেখে কিছুটা সুস্থ হচ্ছেন সমর্থকরা। অনেকেই আশঙ্কা করছেন যে তাহলে হয়তো এশিয়া কাপের দলে বুমরাকে দেখা যেতেও পারে। যদি শেষপর্যন্ত সত্যিই তাই হয় তাহলে ভারতীয় ক্রিকেট দলের কাছে সেটাই হবে অত্যন্ত আনন্দের খবর।
আজ বুমরা নিজের কোটার সম্পূর্ণ ৪ ওভারই বোলিং করেছেন। নতুন বল হাতে দুই ওভারে এবং পরে ডেথ ওভারে এসে আরও দুই ওভার বোলিং করেছেন তিনি। এর মধ্যে শুধুমাত্র নিজের তৃতীয় ওভার বাদ দিলে বাকি সব ওভারেই কৃপণ বোলিং করেছেন তিনি। প্রথম ইনিংস শেষে আয়ারল্যান্ডের ব্যাটিং হয়ে যাওয়ার পর তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ৪-০-২৪-২।
আরও পড়ুন: ৩ তারকাকে শেষ সুযোগ দিচ্ছে BCCI! এশিয়া কাপে ব্যর্থ হলে বিশ্বকাপ ও ভারতীয় দল থেকে দেওয়া হবে ঘাড়ধাক্কা
তবে কুর্তীশ ক্যাম্পহার (৩৯) এবং ব্যারি ম্যাকার্থি আয়ারল্যান্ডের ইনিংসকে সামলে নেন শেষের দিকে। ৩৩ বলে ৫১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ম্যাকার্থি। ডেথ ওভারে বোলিং করতে এসেছে একবার অতিরিক্ত রান বিলিয়েছেন অর্শদীপ। পেয়েছেন মাত্র ১ উইকেট। ২ উইকেট পেলেও কিছুটা রান বিলিয়েছেন আজ টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটানো প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচের সবচেয়ে কৃপণ বোলিং করেছেন তরুণ লেগস্পিনার রবি বিশ্নই (৪-০-২৩-২)। তার বিরুদ্ধে মাঝের ওভারগুলিতে রান তুলতে ব্যর্থ হয়েছে আইরিশ ব্যাটাররা। ২০ ওভার শেষে তারা ১৪০ রানের টার্গেট রাখতে পেরেছিল ভারতের সামনে।
আরও পড়ুন: মাঠে ফিরে বিধ্বংসী বুমরা! প্রথম ওভারেই উড়িয়ে দিলেন ডান্ডা, ভাইরাল ভিডিও
ভারতের হয়ে শুরুতে ভদ্রস্থ ভাবে ব্যাটিং শুরু করেন যশস্বী জয়সওয়াল (২৪) ও রুতুরাজ গায়কোয়াড (১৯*)। তারা কোনওদিনও আগে একসাথে ব্যাটিং করেননি। তাই কমিউনিকেশনের ভুলের কারণে অল্পের জন্য রান আউট হতে গিয়ে বাঁচেন রুতুরাজ। যদিও আয়ারল্যান্ডের ক্রেগ ইয়ং পাওয়ার প্লে শেষে নিজের প্রথম ওভারেই এবং এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা তিলক ভার্মাকে ফিরিয়ে তার দলকে ম্যাচে ফেরত এনেছিলেন। কিন্তু তারপর বৃষ্টি আসে এবং দেখা যায় ৬.৫ ওভারে ২ উইকেট যদি পড়ে যাওয়ার সময় ভারতের স্কোর থাকতে হতো ৪৪। আর ভারতের স্কোর ছিল ৪৬। বৃষ্টির কারণে আর ম্যাচ আরম্ভ করা সম্ভব হয়নি এবং ভারত দুই রানে জয় পায়।