বাংলা হান্ট ডেস্কঃ আগামী মঙ্গলবার থেকেই রাজ্যের জেলাগুলোর সফরে বের হবেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় গিয়ে তিনি করবেন প্রশাসনিক বৈঠক। নেবেন কাজের খতিয়ানও। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় আর হেলিকপ্টারে সফর করবেন না। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এবার তিনি এই সদর পুরোটাই ট্রেনের মাধ্যমে করবেন।
বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠেছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে তুমুল আশঙ্কা জারি হয়েছে উড়িষ্যা, বাংলা, অন্ধপ্রদেশে। চারিদিকে রাজ্য সরকারের তরফ থেকে আগে ভাগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। উপকূল থেকে সরানো হয়েছিল মানুষদেরও। তবে, স্বস্তির খবর হল জাওয়াদ তাঁর শক্তি হারিয়েছে। কিন্তু, শক্তি হারালেও ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রেহাই মিলছে না।
আর এই রেহাই না মেলার কারণেই হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রীর জেলা সফর বাতিল করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী হালিকপ্টারের বদলে ট্রেনে করেই জেলায় জেলায় যাবেন, সেখানে গিয়ে প্রশাসনিক বৈঠকও করবেন। সূত্রের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ-র কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, বৈঠকে আয়োজনের কোনও খামতি থাকবে না।
উল্লেখ্য, মঙ্গলবার গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর সফর শুরু হওয়ার কথা। এরপর তিনি সেখান থেকে চলে যাবেন রায়গঞ্জে। সেখান থেকে আবার মালদহে আসবেন। মালদহে বুধবার দুপুরে বৈঠক সেরে বহরমপুরে যাবেন। সব শেষে ৯ তারিখ বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে বৈঠক সেরে তিনি কলকাতায় ফিরে আসবেন। তবে, কৃষ্ণনগর থেকে কলকাতা আসার হেলিকপ্টার থাকবে বলে জানা গিয়েছে।