সৌগতের আক্রমণের পর পদত্যাগ করায় রাজি! অভিমানী জহরের মন্তব্যে তৃণমূলে তুলকালাম

বাংলাহান্ট ডেস্ক : জহর সরকার (Jawhar Sarkar) নিয়ে বিতর্ক অন্য মাত্রা পেল। গত সোমবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ (TMC MP) জহর সরকার দল ছাড়ার ইঙ্গিত দেন। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে শুরু করে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) বিষয়ে দলের বিরুদ্ধে মুখ খোলেন এই প্রাক্তন আমলা। তাঁর এই মন্তব্যের পরে অস্বস্তিতে বাড়ে তৃণমূলে অন্দরে। এদিকে তৃণমূলের সাংসদ সৌগত রায় (Sougata Roy) থেকে শুরু করে অন্যান্য নেতারা জহর সরকারের পদত্যাগের দাবিও জানায়।

জহর এদিন বলেন, ‘দলের একটা দিক পচে গেছে। ওই দিকটা বাদ দিয়ে দেওয়া উচিত।’ তিনি আরও দাবি করেন, তাঁর পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবরা তাকে তৃণমূল ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে বলছেন। তিনি বলেন, ‘প্রতিদিনই ভাবি এবার তৃণমূল ছেড়ে দেব। তবে কোনওদিন সম্মানহানী হলে সত্যি সত্যিই দল ছেড়ে দেব।’

উল্লেখ্য, জহর সরকারকে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথা উল্লেখ করে জহর সরকার বলেছেন, ‘যিনি আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন তিনি যদি ক্ষুব্ধ হন এবং যদি চলে যেতে বলেন তাহলে আমি পদত্যাগ করব।’

 

জহর সরকারের এই মন্তব্যের পরই তৃণমূলের অন্দরে শুরু হয়ে গেছে চর্চা। গতকালই সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘শৃঙ্খলারক্ষা কমিটিতে জহর বাবুর করা মন্তব্য নিয়ে আলোচনা হতে পারে।’ এদিকে সৌগত রায় জহর সরকার পদত্যাগের দাবি করে বলেন, ‘দলে শৃঙ্খলারক্ষা কমিটির দ্রুত পদক্ষেপ করা উচিত। সাহস থাকলে আপনি পদত্যাগ করুন।’ রাজ্যের নতুন মন্ত্রী বাবুল সুপ্রিয়ও জহর বাবুর এই বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘মত প্রকাশের অধিকার সকলের রয়েছে। তবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বলা মোটেও ঠিক নয়। আরও অনেকেই জহরবাবুর পদত্যাগের দাবি জানিয়েছেন।

গোলমালের এই সুযোগ একেবারেই হাতছাড়া করেননি বিজেপি। দলের কেন্দ্রীয় নেতা অমিত মালব্য তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘জহর সরকার দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন। তাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কতটা খারাপ জায়গায় রয়েছে।’ অন্যদিকে, অমিত মালব্যর পাল্টা হিসেবে জহর দাবি করেন, তিনি সব দলের দুর্নীতির বিরুদ্ধেই বলেছেন, শুধু তৃণমূল নয়।

Sudipto

সম্পর্কিত খবর